মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে মাজেদা বেগম (৫৫) এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রসাদপুর ইউপি’র প্রসাদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি একই গ্রামের জসিম উদ্দিন মন্ডলের স্ত্রী। ঘটনায় ঐ পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বেলা ১০টার দিকে নিজ বাড়ির পশ্চিম পার্শে নুর বক্স মন্ডলের একটি পুকুরে কাপড় কাচতে ও গোসল করতে যান। এক সময় তিনি ওই পুকুরে তলিয়ে যান। পরে বেলা ১২টার দিকে তার লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় জামিনুল ইসলাম সিয়াম নামে এক স্কুল ছাত্র তার লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা গিয়ে লাশ উদ্ধার করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন