নওগাঁয় মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৯৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  ররিবার সকাল ১০টার দিকে শহরের বাইপাস মলফেলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার রজাকপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে রাজু (২৯) ও পাঁচবাড়িয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে (৫২)।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদে জানা যায় একটি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর করে জেলার ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে মাদক বহন করে শহরের দিকে আসছে। এ তথ্যের উপর ভিত্তি করে শহরের বাইপাস মলফেলা এলাকায় পুলিশ অবস্থান করে। তাদের দেখে সন্দেহ হওয়ায় রাস্তার উপর থামিয়ে মোটরসাইকেল তল্লাসি করা হয়। এসময় ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget