নওগাঁ (মান্দা) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মেয়াদ উত্তীর্ণ পাউরুটি-বিস্কুট এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করায় দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী হাটে এ অভিযান পরিচালন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।
তিনি বলেন, আব্দুল খালেক উদ্দিন বেকারি দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি ও বিস্কুট এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করা হতো। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও ফ্রিজে সংরক্ষন করা মাছ-মাংসের সাথে বাসি মোঘলাই ও পরোটা রাখত সুকুমার মিষ্টান্ন ভান্ডার। এগুলো টাটকা বলে প্রতারনা করে ক্রেতাদের কাছে বিক্রি করা হতো।
এসব অভিযোগে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতে দুইটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকার জরিমানা করা হয়। ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসএম হাবিবুল হাসান। পরে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি-বিস্কুট জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনার সময় থানা পুলিশ উপস্থিত ছিল।
একটি মন্তব্য পোস্ট করুন