রিপোর্ট : ইমাম বিমান: বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধী সূবর্না নদী (৩২) কে ২৮ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে সন্ত্রাসী কুপিয়ে হত্যা করার প্রতিবাদ সহ ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছে সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ।
সাংবাদিক সবাই ঐক্য গড়ি, সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর ২৯ আগষ্ট বুধবার সকালে এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল রাতে পাবনা জেলায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির জেলা প্রতিনিধি সূবর্না নদীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে পাবনা জেলার আইন রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আগামি ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক সূবর্না নদী হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
এ বিষয় সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হুশিয়ারী উচ্চরন করে বলা হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে পাবনার নারী সাংবাদিক সূবর্না নদীর হত্যাকারীদের গ্রেফতার করা না হলে দেশের সকল সাংবাদিক সহ দেশের একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ প্রতিবাদ কর্মসূচির ঘোষনা দিবে।
একটি মন্তব্য পোস্ট করুন