নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার কালি কাশিপুর গ্রামের সমসের আলীর ছেলে।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র বলেন, শফিকুল ইসলাম পতœীতলা শাখার ব্র্যাক অফিসের হিসাবরক্ষক ছিলেন। অফিসের কাজ শেষে রাতে মোটরসাইকেল যোগে ভাড়া বাড়িতে যাচ্ছিলেন।


ব্র্যাক অফিসের কিছু দূরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শফিকুল মারা যান। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget