হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: আন্দোলনরত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা।
শনিবার দুপুর পৌনে ১২টা থেকে ১২ টা পর্যন্ত শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নিরাপদ সড়কের দাবি ও রাজধানীতে গাড়ি চাপায় স্কুল শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিার্থীরা সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসুচি পালন করে।
এ সময় কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানায় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শান্তিপূর্ন মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন