মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াাখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা আটক করে।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গওড়া মাঠ থেকে ৮৮৮ বোতল ফেনসিডিল আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে বেনাপোল থানার গওড়া একটি মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আনিস ও মনির এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৮৮৮ বোতল ফেনসিডিল ফেনসিডিল আটক করেন। ।
আটক ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে পাঠানো হবে বলে জানিয়েছেন হাবিলদার আনিস।
একটি মন্তব্য পোস্ট করুন