আবু রায়হান রাসেল, নওগাঁ: ঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় সাংবাদিকদের এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছ্।ে নওগাঁ জেলা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যপী শহরের মুক্তির মোড় এলাকায় প্রধান সড়কে এই মানবন্ধন কর্মসূচী’র আয়োজন করা হয়।
এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। মানববন্ধন কর্মসূচীতে জেলা সদরে কর্মরত সকল ইলেক্টুনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন। সাংবাদিকরা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গড়ে ওঠা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় সাংবাদিকদের উপর নির্যাতন ও ক্যামেরা ভাঙ্গাসহ ইতিপূর্বে বিভিন্ন সময় সাংবাদিক খুন এবং নির্যাতনের সকল ঘটনার বিচার দাবী করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন