যশোরের শার্শায় প্রাইভেট কারসহ ফেন্সিডিল উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক করেছে পুলিশ।শুক্রবার (২৪ আগষ্ট) ভোর রাতে উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়ার মাদক ব্যবসায়ী ফুলছদ্দিনের বাড়ীর সামনে থেকে সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো -খ-১১ - ৮৪৮৪) সহ উক্ত ফেনসিডিলের চালানটি আটক করা হয়। তবে এঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শেখ লুৎফর রহমান জানান, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদে জানা যায় সাদা রংয়ের প্রাইভেটকারে করে ফেন্সিডিলের একটি বড় চালান সীমান্ত পার হয়ে যশোরের দিকে যাচ্ছে। ফেন্সিডিল পাচারের এধরনের সংবাদের ভিত্তিতে সঙ্গীয়ফোর্স নিয়ে পুলিশ প্রাইভেট কারকে ধাওয়া করে। প্রাইভেটকারের ড্রাইভার তা টের পেয়ে পাকশিয়ার মাদক ব্যবসায়ী ফুলছদ্দিনের বাড়ীর সামনে গাড়ী রেখে অন্যান্যরাসহ পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সামনে গাড়ী তল্লাশী করে ৪০০বোতল ফেন্সিডিল ও গাড়ীটি জব্দ করা হয়।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০০বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget