বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর)প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত থেকে ২৯ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবির সদস্যরা।

বুধবার সকালে শার্শা উপজেলার পুটখালী অভয়বাশ হাওড়পাড় থেকে শাড়িগুলো উদ্ধার করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান।

সাংবাদিকদের কে সোহেল আহমেদ জানান, পুটখালি সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি চালান প্রবেশ করেছে এমন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবির সদস্যরা এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা শাড়ীর চালানটি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৮১টি ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক ২৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে এ বিজিবি জানায়। এ ঘটনায় থানায় একটি মামলার রুজু করার প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget