আদমদীঘির কুন্দগ্রাম ইউ.পিতে বঙ্গবন্ধুর আত্মজীবন ও রক্তাক্ত পনের আগষ্ট পত্রিকার মোড়ক উম্মোচন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনামতে নতুনত্ব সৃষ্টির লক্ষ্যে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম বেলাল হোসেনের উদ্যোগে গত বুধবার জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোখলেছার রহমান রচিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবন ও রক্তাক্ত পনেরই আগষ্ট শীর্ষক “মহাননেতা বঙ্গবন্ধু” নামক একটি পত্রিকা প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।


এ উপলক্ষে বেলা ১১টায় ইউপি ভবনে এক আলোচনা সভা প্যানেল ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন। আরও বক্তব্য রাখেন ইসলামপুর মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সুপার আব্দুল জোব্বার, ইউপি সদস্য মাহবুবুর রশিদ, আব্দুর রাজ্জাক প্রমূথ। সভায় প্রায় ৭ শতাধিক “মহাননেতা বঙ্গবন্ধু” ও রক্তাক্ত পনের আগষ্ঠ” বহির মোড়ক উম্মোচন বিতরন ও বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে প্রদর্শনের জন্য ৩টি এলইডি টিভি বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন জানান, সরকারের কর্মসূচী বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জবাবদিহি ও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আগামীতে গ্রামীন জনগোষ্টির মাঝে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড অবগত করতে বিস্তর কর্মসূচী গ্রহন করা হয়েছে। প্রকাশিত পত্রিকাটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget