আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির কুন্দগ্রাম থেকে সিপ্রা রানী (৩০) নামের এক প্রবাসির স্ত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। সে পরকীয়ার টানে নাকি তাকে অপহরণ করা হয়েছে। এনিয়ে নানা গুঞ্জন চলছে। সে কুন্দগ্রামের সৌদি প্রবাসি শ্রী স্বপনের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
জানাযায়, সিপ্রা রানীর স্বামী শ্রী স্বপন ৮মাস আগে সৌদিতে যান। গত ১৫ আগষ্ঠ দুপুরের সিপ্রা রানী স্বামীগৃহ থেকে তার দুই সন্তানসহ দুপচাঁচিয়ার তালোড়া বাজারে দাওয়াত খাবার নাম করে বেড়িয়ে যায়। তালোড়া বাজারে দুই সন্তানকে একটি মাইক্রোতে পিত্রালয় রাজশাহীর আড়ানী গ্রামে পাঠিয়ে দিয়ে সিপ্রা রানী রহস্যজনক নিখোঁজ হয়। এরপর বিষয়টি জানাজানি হলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সিপ্রা রানীর স্বশুড় শ্রী যুগল ঘটনা নিশ্চিত করে জানায়, বাড়ী থেকে টাকা সোনার গহনাসহ পাশের বাড়ীর ট্রাকচালক মিঠন নামের এক যুবকের সাথে পরকীয়ার জড়িয়ে পালিয়েছে। ঘটনায় তদন্তকারি উপ-পরিদর্শক সাম মোহাম্মাদ অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান উদ্ধার তৎপরতা চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন