মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে ছেলের লাঠির আঘাতে রেজাউল করিম (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে রুহুল আমীনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের সাহাপাড়া সংলগ্ন উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রেজাউল পেশায় কাঠমিস্ত্রি। কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকালে পারিবারিক কোন্দলের জের ধরে বাবা রেজাউল করিমের সঙ্গে ছেলে রুহুল আমীনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
একটি মন্তব্য পোস্ট করুন