আদমদীঘিতে চোরাই ৫ গরুসহ কসাই আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গত বৃহস্পতিবার রাতে আদমদীঘি থানা পুলিশ চোরাই সন্দেহে ৫টি গরুসহ ইয়াাছিন আলী (৬২) নামের এক কসাইকে আটক করেছে। আটক ইয়াছিন আলী আদমদীঘির বড়আখিড়া সোনারপাড়া গ্রামের বয়তুল প্রামানিকের ছেলে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানাগেছে।


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে চোরাই গরু রয়েছে এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির বড়আখিড়া সোনারপাড়া ইয়াছিন আলী নামের ওই কসাইয়ের বাড়ীতে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ৫টি গরু উদ্ধার ও তাকে আটক করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়া জানান, ৫টির মধ্যে ৩টি গরুর মালিক মিলেছে অবশিষ্ট ২টি ওদেরই হতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান সাংবাদিকদের জানান, এ ঘটনায় আরো অনুসন্ধান ও খতিয়ে দেখার পর মামলা রুজু করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget