ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে রিসোর্স ইন্টিগ্রেশান সেন্টার রিক এর আয়োজনে দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার এমপি। মোট ১০জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, রিক এর জোনাল ম্যানেজার আব্দুল আলীম, এরিয়া ম্যানেজার আবুল হোসেন, শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম ও সেলিম রেজা, সহকারি কারিগরি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আ'লীগ নেতা ওবায়দুল হক সরকার প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন