রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর বিচারসহ নয় দফা দাবি আদায়ে নওগাঁয় নিরাপদ সড়ক চাই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহিদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। জেলার সকল শিক্ষার্থীবৃন্দ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন শেষে মুক্তির মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শহিদ মিনারে এসে মিলিত হয়। পরে সেখানে ঢাকায় নিহত শিক্ষার্থীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শিক্ষার্থীরা বলেন, সহপাঠীদের মৃত্যুর সঙ্গে জড়িত চালক ও হেলপারের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবিতে আমাদের এ আন্দোলন। সুনির্দিষ্ট আশ্বাস বা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
একটি মন্তব্য পোস্ট করুন