মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা আঁচড়ায় পানিতে ডুবে নাসিরুল ইসলাম আরাফাত (১৯মাস)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শার্শার বাগআঁচড়া সিনেমা হল সংলগ্ন নয়ন এর ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার বিকাল ৩টার সময় দুপুরের খাওয়া শেষ করে পরিবারের সবাই বিশ্রাম নিচ্ছিলো।এরই ফাকে কখন সে ঘর থেকে বের হয়ে যায় এবং বাড়ীর পাশে পুকুরপাড়ে গেলে পানিতে পড়ে যায়।ঘর থেকে বের হওয়ার পরপরই পরিবারের লোকজন শুরু করে খুজাখুজি। এক পর্যায়ে না পেয়ে পুকুরপাড়ে গেলে আরাফাতে মরদেহ পুকুুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। শিশু আরাফাতের অকাল মৃত্যুতে পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েছে।শোকের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে পড়েছে। পাশাপাশি এলাকার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব জানাযা শেষে তাকে সমাহিত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন