নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (৫২) নামে একজন চাতাল শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা এলাকার একটি ধানের চাতালে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল জলিল উপজেলার হর্সি গ্রামের মৃত জব্বারের ছেলে। চাতালের মালিক লুৎফর রহমান বলেন, আমার চাতালে ধীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিল সে। দুপুরে চাতালের মটর লাইনের তার জোড়া দিতে গিয়ে অ-সাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন