আগস্ট 2018
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শহরের মুক্তির মোড়ে এর আয়োজন করে নওগাঁ সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক হত্যা ও নির্যাতনকারিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে একাত্মতা ঘোষণা করে মানবন্ধনে অংশ গ্রহন করেন নওগাঁর বিভিন্ন সামাজিক সংগঠন।


নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব তন্ময় ভৌমিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসদের সমন্বায়ক জয়নাল আবেদিন মুকুল, বাসদের (মার্কসবাদী) সমন্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, একুশে পরিষদের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, সুজনের সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জাহির রায়হান চলচ্চিত্র সংসদের সদস্য সচীব রহমান রায়হান বাহাদুর, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সদস্য সচিব আশরাফুল নয়ন, রিফাত হোসাইন সবুজ, সদস্য ওমর ফারুক। এ ছাড়া ইউনিয়নের সদস্যবৃন্দ, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।


বক্তারা এ সময় বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নির্যাতন ও হত্যা হয়ে থাকে। আইনের বেড়াজালের ফাঁকে এই নির্যাতনকারী ও হত্যাকারীরা বেঁচে যায়। তাদের সঠিকভাবে বিচার করা হলে সারাদেশে সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার বন্ধ হবে। এ ছাড়াও বক্তরা আরো উল্লেখ করেন, রাজনৈতিক ব্যক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী ছাড়াও প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের তোষামোদকারী কিছু নামধারী সাংবাদিক রয়েছে; যাদের কারণে প্রকৃত ঘটনা তুলে ধরায় সাংবাদিকরা এ ভাবে নির্যাতন ও হত্যার শিকার হয়ে থাকে। প্রশাসনের কাছে ওই নামধারী সাংবাদিক, হত্যাকারীদের তালিকা করে প্রশ্রয় না দেয়া ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় আ:লীগ সরকারের উন্নয়ন চিত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে পৌর আওয়ামীলীগের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের নেতা কর্মীর সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের তাজের মোড় মোরছুলা স্কুলের হল রুমে ৭নং ওয়ার্ডের সভাপতি মো. শাহাজান আলী ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেনন নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মুন্টু, এ কে এম নাজমুল হক মুন্টু হোসেন, যগ্ম সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু, সাযগঠনিক সম্পাদক সামসুল আলম, জামেদ আলী. মামুনুর রশিদ, প্রচার সম্পাদক প্রবীর দাস লাদু, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ্ আলম খোকন প্রমুখ। আলোচনা সভায় প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণকে নৌকার মনোনয়ন চাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট।

আবু রায়হান রাসেল, নওগাঁ: ৩০ আগস্ট একুশে পরিষদ নওগাঁর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নওগাঁর সদরের প্রত্যন্ত অঞ্চলের তিনটি বিদ্যালয় কাটখইর উচ্চ বিদ্যালয়, হাঁসাইগাড়ি উচ্চ বিদ্যালয় ও সরাইল উচ্চ বিদ্যালয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাঁচশত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরু পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবাত পালন করা হয়। পরে বিদ্যালয় সমূহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থি ছিলেন একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এম এম রাসেল,সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী, শাহীন আহমেদ, হারুন অর রশিদ প্রমুখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবদর বেনাপোলে যানজট নিরসনে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার সময় স্থলবন্দর সভাকক্ষে পোর্টথানা বেনাপোলের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।


প্রধান অতিথী হিসাবে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম ,তিনি বলেন এই বন্দর কে গতিশীল করার লক্ষ্যে সরকারের বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। যানজট নিরসনে ২৫ একর জমি অধিগ্রহন করা হচ্ছে,বড় সআঁচড়া মোড়ে সড়ক ৬ লেনে ও ছোট আঁচড়া মোড়ে ৪ লেনে উন্নতি করার কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। অনুষ্ঠান পরিচালনাকারী বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, ভারতীয় ট্রাকের ড্রাইভার গুলো যত্রতত্র ভাবে ট্রাক পার্কিং করে আবার ঐপাড়ে ভারতে চলে যায়, পরে তাকে আর সহজে খুঁজে না পাওয়ার কারনে যানজটের সৃষ্টি হয়। যৌথবাহিনীর চেকপোস্ট বাঁশকলের ওখানে ট্রাকের দীর্ঘ লাইনের জন্য তীব্র যানজেটের কথা উল্লেখ করেন।তিনি বলেন এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রী অবহিত আছেন আশা করি সুষ্ঠ সমাধান হয়ে যাবে।


সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন যানজট নিরসনে কয়েকটি মুল্যবান দিক নির্দেশনা তুলে ধরেন, তিনি বলেন সরকারের কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যখন বেনাপোলে আসেন তখন সড়কে কোন যানজট দেখা যায় না ,ওই কর্মকর্তারা বন্দর ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আবার তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।তিনি আরো বলেন ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সস্পৃক্ত থাকতে এবং তা প্রয়োগ করতে হবে। আইল্যান্ডের মাঝে অতিরিক্ত ইউটার্ন বন্ধ করতে হবে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে' তিনি এ ব্যাপারে পৌর মেয়র এর হস্তক্ষেপ কামনা করেন।


এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য জাহিদুল ইসলাম ,বেনাপোল প্রেক্লাবের সভাপতি মহসিন মিলন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশু, ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আতিক উজজামান সনি ,শামীম এন্টারপ্রাইজ এর পরিচালনাকারী সাংবাদিক আজিবার রহমান, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী সহ সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন পরিবহন সংস্থার পরিচালনাকারী প্রমুখ।

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও সমবায় মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনছুর আলী, ঠাকুরগাঁও জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান লাবু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল,সময়ের কন্ঠোসর পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস,এম জসিম উদ্দিন, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম সারওয়ার সম্রাট , ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ‍্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সন্ধ্যাবানী পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন বাচ্চু,দৈনিক গণআলো পত্রিকা রুহিয়া প্রতিনিধি গৌতম চন্দ্র বর্মন । এছাড়া জেলা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সাংবাদিক নেতারা আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে দুর্বৃত্তরা তার নিজ বাসার সামনে অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা শুক্রবার দুপুর সাড়ে ১১টার সময় বাংলাদেশ থেকে ভারতে পাচার কালে এসএমজি ও রাইফেল এর ২রাউন্ড গুলি সহ মোঃ খাইরুল ইসলাম (৩৮)পিতা পিরার আলী গ্রাম বড় আচড়া তাকে হাতেনাতে আটক করেন। আটক খাইরুল ইসলাম চেকপোস্টে কুলির কাজ করেন।



আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান,গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ থেকে এক কুলি বিস্কুটের প্যাকেট এর
ভিতর পিস্তল এর গুলি নিয়ে নোম্যানসল্যানড এলাকা দিয়ে ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার কেরামত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলি সহ মোঃ খাইরুল ইসলাম কে হাতেনাতে আটক করেন। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।




আবু রায়হান রাসেল, নওগাঁ: আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলার’ সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনন্দ টিভি পরিবার এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, যুগ্ম-সম্পাদক শফিক ছোটন, কার্যকরী নবির উদ্দিন, ‘দৈনিক ভোরের পাতা’ পত্রিকার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, আসাদুর রহমান জয়, রায়হান আলম, শাহজাহান আলী, মামুনুর রশিদ বাবু এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন বক্তব্য রাখেন।


বক্তারা এ ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় সুবর্ণার সাবেক শ্বশুর শিমলা ডায়াগনোস্টিক কমপ্লেক্স ও হাসপতালের মালিক আবুল হোসেনকে আটক করেছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে জরিনা বেগম (৩০) নামে এক গৃবধুর আত্মহত্যার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। জরিনা বেগম গ্রামের কাওসার আলীর স্ত্রী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গলায় ফাঁস দিয়ে জরিনা বেগম নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে দেবদারু গাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়।
তবে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পারিবারিক দ্ব›েদ্বর কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে কখন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে ত্রিশ লক্ষ শহীদের স্বরণে গাছের চারা বিতরন ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আতœার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বরেদ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষের আয়োজনে উপজেলার কোলা বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর আসনের সাবেক সংসদ সদস্য ড.আকরাম হোসেন চৌধুরী।


এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষের নওগাঁর নির্বাহী প্রকৌশলী শমসের আলী, বদলগাছী উপজেলার সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ,কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিকি মাষ্টার,ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল হাসান তিতু, কোলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জুয়েল হোসেন, বিলাশবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল (বাবু), উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিরা আহম্মেদসহ অন্যন্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।


অনুষ্ঠানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আতœার শান্তি কামনায় দোয়া শেষে ইউপির গভির নলকূপের অপারেটরদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরন করা হয়।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে তুলসী দাস (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের কুমিড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তুলসী দাস উপজেলার বড়গাছা ইউনিয়নের কুমিড়া গ্রামের শ্রী: অতুল দাসের ছেলে।


জানা গেছে, তুলসী দাস এদিন রাতে বাড়ির সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের লোকজন তা বুঝতে পেড়ে রাতেই নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোন কারণে তুলসী দাস আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত তা জানা যায়নি।


রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ স্কুল ভবন : আতঙ্কে শিক্ষার্থীরা


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুুঁকিপূর্ণ হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। বাধ্য হয়েই বিদ্যালয়ের পাঠদান চলছে খোলা আকাশের নিচে।আত্রাইয়ে খোলা আকাশের নিচে পাঠদান বৃষ্টি নামলেই ছুটি
সরেজমিনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, নির্মানের সতের বছরের মাথায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছেন নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। বিশেষ করে বিল্ডিংয়ের ছাদ, বিম, ওয়ালগুলোর ফাটল, প্লাস্টার খসে পড়ায় স্কুলের শিক্ষকরা বাধ্য হয়ে স্কুল মাঠে ক্লাস নিচ্ছেন। ফলে খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান কার্যক্রম। এতে দীর্ঘদিন মীত, বর্ষা আর গ্রীষ্মকালে খোলা আকাশের নিচে ক্লাস করায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এছাড়া বৃষ্টি হলে শিক্ষার্থীরা স্কুলে আর আসে না।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সেন্টু জানান, ১৭ বছর আগে সরকারিভাবে একজন ঠিকাদার স্কুলের ভবনটি নির্মাণ করেছিল। তার অভিযোগ বিশেষ করে বিল্ডিংয়ের ছাদ, প্লাষ্টার, বিম, ওয়ালগুলোতে ফাটল ধরায় ও বালুর সাথে সিমেন্টের পরিমাণ কম দেয়ায় ছাদের প্লাষ্টার খসে পড়ায় শিক্ষাার্থী ও শিক্ষকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান (ক্লাস) করাতে হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মাদ আলীর সাথে কথা বললে তিনি জানান, সময়ের সাথে পাল্লা দিয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে হারে শ্রেণী কক্ষ বাড়েনি, বাইরে ক্লাস করায় অভিভাবকরা তাদের শিশুদের বিদ্যালয়ে যেতে নিষেধ করেন। তিনি আরো বলেন, দিনে দিনে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো ফল হয়নি। তিনি দ্রæত স্কুল ঘরটি মেরামতের দাবি জানান।
আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোখছানা আনিছা বিদ্যালয়টির নাজুক অবস্থার কথা স্বীকার করে বলেন, আসলে বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ। ভালোভাবে কাজ করার কারণে বিল্ডিংয়ের বিভিন্ন অংশে ফাটল ও ধস শুরু হয়েছে। আমরা বিদ্যালয়টিকে ঝুঁকিপূর্ণের তালিকায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। বরাদ্দ আসলে কাজ শুরু হবে।
এদিকে এলাকার সচেতন মহলের দাবি বর্তমান শিক্ষা বান্ধব সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দ্রæত পদক্ষেপ গ্রহণ করবেন এমনটিই প্রত্যাশা।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ পাবনার আনন্দ টিভির প্রতিনিধি সুবর্না নদীকে সন্ত্রসী কর্তৃক নৃশংশভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শার্শা উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।


বৃহস্পতিবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলার যশোর - বেনাপোল মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এসময় শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য বলেন পাবনার আনন্দ টিভির সাংবাদিক সুবর্না নদীকে যারা নৃশংশভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে শাস্তি নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী যেই হোক প্রশাসনকে দ্রæত খুজে বের করে জেল হাজতে পাঠাতে হবে। সুবর্না হত্যাকারিদের আটক না হওয়া পর্যান্ত আমরা আমেদের কর্মসুচি চালিয়ে যাব বলে তিনি ঘোষনা দেন।


এসময় উপস্থিত ছিলেন শার্শা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, বন্দর প্রেসক্লাব বেনাপোলের সভাপতি শেখ কাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, সাংবাদিক ওসমান গনি, নাজিউর রহমান,মোঃ রাসেল ইসলাম, দেবুল কুমার দাস প্রমুখ।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর আশরাফুল নায়ক মান্নাসহ দুইবাংলার (ভারত এবং বাংলাদেশ) চলচিত্র অভিনেতাদের মধ্যে টপটেন হিরোদের অবিকল কন্ঠে অভিনয় করতে পারে। এটা তার একটা বিশেষগুণ। নায়ক হতে চাই; আত্মবিশ্বাস! আর সেই দৃঢ় বিশ্বাসে নওগাঁর আশরাফুল চলচিত্র জগতের প্রয়াত নায়ক মান্নার কণ্ঠ ধারণের মাধ্যমে তার ব্যতিক্রমী প্রতিভা বিকশিত করতে চায়। ২০০১ সালে আশরাফুলের জন্ম জেলার মহাদেবপুর উপজেলায় খাজুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের দিনমুজুর আমিনুল ইসলামের পরিবারে। পিতার অর্থনৈতিক অসচ্ছ্বলতা এবং সংসারে অভাবের কারণে দুই পুত্রের লেখাপড়া অনিশ্চিত ভেবে ছোট বেলায় তার নানা মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামের তাহের আলী শাহ নিয়ে আসেন নিজ বাড়িতে। ছোটবেলা থেকেই তার মেধা মননশীলতা দেখে বাড়ীর পাশে দক্ষিণ মৈনম হাই স্কুল এ্যান্ড কলেজ থেকে ২০১৬সালেরএসএসসি পরীক্ষা দেওয়ায়ে জিপিএ ৫+পায় সে। পরবর্তিতে নওগাঁ সরকারী ডিগ্রী কলেজ থেকে ২০১৮ সালের এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সহিত পাশ করে। আশরাফুল জানায়, লেখাপড়ার পাশাপাশি ছোট বেলা থেকেই সে টিভিতে সিনেমার রূপালি পর্দায় চলচিত্র জগতের প্রয়াত নায়ক মান্নার অভিনীত বাংলা ছায়াছবি দেখা এবং তার অবিকল কন্ঠে কথা বলার পাশাপাশি নায়ক হওয়ার অাত্মবিশ্বাস বুকে ধারণ করত। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশীয় চলচিত্রে অভিনয় জগতের প্রয়াত নায়ক মান্নাসহ অসংখ্য নায়ক এবং খলনায়কের হুবহু নকল কন্ঠ ধারণ করে অভিনয় করতে পারে। আর এই প্রতিভাগুলো তার দীর্ঘ দিনের সাধনারই ফসল বলে সে মন্তব্য করে। এছাড়াও সে ভারতীয় চলচিত্রেরও বেশ কিছু অভিনেতার কন্ঠে অভিনয় করতে পারে বলে জানায়। উদাহরনস্বরুপ বাংলা চলচিত্রের প্রয়াত নায়ক মান্না, এক্সট্রা অডিনারী ভিলেন মিশা সওদাগর, ভয়ংকর ভিলেন ডিপজল, এক্সেপশনাল পারফর্মার ওমর সানী, ওয়ান এ্যান্ড অনলী সুপার স্টার অব সাকিব খান, সুপার স্টার কাজী মারুফ খান, ওল্ড ইজ কোল্ড কাজী হায়াত, কমিডি কিং কাবিলা, ডেন্জার ভিলেন মিজু আহম্মেদ, নিউ জেনারেশন হিরো আরেফিন শুভ, এ্যাকশান হিরো অনন্ত জলিল, অলরাউন্ডার হিরো অমিত হাসানসহ আরো অনেকের কন্ঠে। আর ভারতীয় চলচিত্রের অর্থাৎ, অপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ, লাভারবয় দেব, এ্যাকশান হিরো মিঠুন চক্রবর্তী, প্রশেনজিৎ, অংকুশ, ভিলেন রনি- দা, আশিশ বিদার্থী। এছাড়াও তিনি চৌধুরী জাফরুল্যা সারাফতের কন্ঠে ধারাভাস্য প্রদান এবং যাত্রাপালায় অভিনীত রাজা-সেনাপতির অভিনয় করতে পারে। প্রিয় ব্যাক্তিত্ব হিসেবে সে তার পিতা মাতাকেই জানে এবং প্রিয় উক্তি হিসেবে সে বলে, “চর্চা মানুষকে বিকশিত করে”। ক্রিকেট খেলা তার খুব পছন্দনীয়, সে মিথ্যা কথা বলা এবং সময় অপচয় করা অপছন্দ করে বলেও জানায়। ভবিষ্যৎ পরিকল্পনায় সে জানায়, মান্নার গ্রামের বাড়ীতে গিয়ে তার প্রিয় নায়কের মাজার জিয়ারত করা এবং তার কন্ঠ ধারণ করে সফল নায়কে নিজেকে পরিনত করে স্বপ্ন সখ পূরণ করা। কেননা, সে স্মৃতিচারণ করে জানায়,নায়ক মান্নার মৃত্যুর খবর শুনে দুই দিন না খেয়ে ছিলো। এতকিছুর পরেও যেন তার জীবনের একটাই স্বপ্ন আমি কি নায়ক হতে পারবো? নায়ক হওয়ার স্বপ্নে বিভোর আশরাফুল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার ধারণ করা কন্ঠে অভিনয় করে পুরস্কার হিসেবে পাওয়া টাক দিয়ে তার লেখাপড়ার খরচ এবং পোশাক- পরিচ্ছেদ তৈরীতে ব্যায় করে থাকে বলেও জানায়। সে তার স্বপ্ন পূরণে সকলের সহযোগীতা কামনা করেন।#

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কেশবপাড়া এলাকা থেকে মো. আজাদ হোসেন (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।


আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, গত মঙ্গলবার ( ২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আহসানগঞ্জ ইউনিয়নের কেশবপাড়ার মাঠের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজাদ হোসেন উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।


মৃত আজাদ হোসেনের বাবা মোসলেম উদ্দিন বলেন, আমার ছেলে আজাদ গত ২৬ আগস্ট বোনের বাড়ি উপজেলার কাশোপাড়াতে বেড়াতে যায়। সেখানে একদিন থাকার পর ২৭ আগস্ট সকালে বাড়িতে আসার কথা বলে বোনের বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফেরে নাই। তারপর থেকে আজাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যায় থানা থেকে ফোন দিয়ে আজাদের মৃত্যুর বিষয়টি জানায় পুলিশ।


এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বুধবার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ প্রেরণ করা হয়েছে এবং একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দোষী সাব্যস্ত হওয়ায় এক মাদক ব্যসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেছে অতিরিক্ত দায়রা জজ আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মজিবুর রহমান এই রায় প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম মোঃ এমদাদুল হক (৩৫)। সে জেলার নিয়ামতপুৃর উপজেলার তিলিহারি গ্রামের মোঃ জালাল উদ্দিনের পুত্র।


মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ১(খ) ধারায় অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।


মামলার এজাহারসুত্রে জানা গেছে গত ২০১৫ সালের ১৪ নভেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার এস আই মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টীম উপজেলার হাজীর মোড় পাকা রাস্তার উপর পৌঁছলে উক্ত এমদাদুল হক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাড়া করে পুলিশ তাকে আটক করে এবং দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির কোমরে বিশেষভাবে গোজানো অবস্থায় একটি সাদা পলিথিনের প্যাকেটে ৭৫ গ্রাম ওজনের মোট ১৫০টি পুড়িয়া উদ্ধার করে।


এস আই মোঃ আব্দুর রাজ্জাক বাদী হয়ে নিয়ামতপুর থানায় আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ১ (খ) ধারায় মামলা দয়ের করেন। বিচারকালে মামলাটিতে তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৫ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন করা হয়। অভিযোগ সেন্দহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।


প্রসিকিউশন পক্ষে অতিরিক্ত্ পি পি এ্যাড. মোঃ মোজাহার আলী এবং আসামী পক্ষে এ্যাড. মোঃ রফিকুল ইসলাম মন্ডল বেনু মামলাটি পরিচালনা করেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দেওয়ান ছেকার আহমেদ শিষাণ গনসংযোগ, পথসভা ও ভোটারদের সাথে মতবিনিময় করছেন। সারা দেশের ন্যায় নওগাঁতেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এই শ্লোগানকে সামনে রেখে তিনি শহরের প্রতিটি ওয়ার্ডে গনসংযোগ ও পথসভা করেছন। পথসভায় তার সাথে উপস্থিত থাকছেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম নজমুল হক মন্টু, সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জামেদ আলী প্রমুখ। এছাড়াও পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দিনরাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন শিষান। এলাকার গরীব-অসহায় মানুষের পাশে তিনি আগেও ছিলেন বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও তিনি এই আসনের মানুষদের সেবা করে যেতে যান। তাই তৃনমূলের জনপ্রিয়তার বিচারে যদি বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য সন্তান শেখ হাসিনা মনোনয়ন দেন সেক্ষেত্রে তিনি সবার চেয়ে এগিয়ে থাকবেন বলে আশাবাদী।

নওগাঁ প্রতিনিধি: আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আদিবাসী সামাজিক সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি সেবাস্তিয়ান হে¤্রমের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সফিউজ্জামান ভুইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, আদিবাসী সামাজিক সংগঠনের উপদেষ্টা নরেন হাসদা, জিল্লুর মার্ডী উপস্থিত ছিলেন। তারা দাবী উল্লেখ করে বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সরকারী চাকুরীতে কোঠা পদ্ধতি চালু ও অধিকারসহ বিভিন্ন দাবীসমূহ দ্রæত বাস্তবায়ন করার আহবান জানানো হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (৫২) নামে একজন চাতাল শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা এলাকার একটি ধানের চাতালে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল জলিল উপজেলার হর্সি গ্রামের মৃত জব্বারের ছেলে। চাতালের মালিক লুৎফর রহমান বলেন, আমার চাতালে ধীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিল সে। দুপুরে চাতালের মটর লাইনের তার জোড়া দিতে গিয়ে অ-সাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হবে।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ’র মহাদেবপুর উপজেলা সদরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে। স্থানীয় বেসরকারী সামাজিক ও উন্নয়ন সংগঠন রাবেয়া পল্লী’র সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যপী এই কর্মসূচী পালিত হয়।
এ উপলক্ষে কোরআন খতম ও দোয়া মহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু শেখ মৃজিবুর রহমানের স্মৃতিময় জীবনের বিভিন্ন চিত্র নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, প্রামান্যচিত্র প্রদর্শন এবং পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।
বুধবার সকাল ১১টা থেকে রাবেয়া পল্লীতে রাবেয়া পল্লীর সহযোগি সংগঠন মাদ্রাসার ছাত্রীরা কোরআন শরীফ খতম দেয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে আলেকচিত্র প্রদর্শন ও প্রামান্য চিত্র প্রদর্শন চলে।
দুপুরে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ হাফিজুল হক বকুল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা ময়েন উদ্দিন ময়েন, উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, মহাদেবপুর থানার অফসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ এবং রবেয়া পল্লীর নির্বাহী পরিচালক ওবায়দুল হক বাচ্চু।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ছলিম উদ্দিনর তরফদার সেলিম।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: চলতি পাট মৌসুমে বেনাপোল-শার্শার পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানো শুরু হয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সময়মতো পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিতে পেরেছেন কৃষকরা।শার্শা ও বেনাপোলের বিভিন্ন সীমান্তে ১০ হাজার নারী পাট ‘ধোয়ার’ কাজে ব্যস্ত
বেনাপোলের উত্তর বারোপোতা গ্রামের মরিয়ম বেগম, রিজিয়া খাতুন, রাফিজা বেগম, শার্শা উপজেলার টেংরা গ্রামের আছিয়া বেগম, তছলিমা খাতুন, রাহিমা খাতুন, খোদেজা খাতুন, আকলিমা খাতুন, খুকি বেগম আর সামটা গ্রামের ছায়রা খাতুন, খাদিজা খাতুন, দেউলির অমেলার এখন দম ফেলার সময় নেই। পাট ধোয়া আর আঁশ ছাড়ানোর কাজে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত তারা। গত কয়েক বছর আবহাওয়ার প্রতিকূলের কারণে এ অঞ্চলে পাট চাষ তেমন একটা ভাল হয়নি। এবার নতুন আশায় সোনালি আঁশ খ্যাত পাট চাষে বাম্পার ফলন পেয়ে নারীরাও ঘরে বসে নেই। বিভিন্ন বয়সের নারীরা পাটের বোঝা বেঁধে পানিতে জাগ দেওয়া থেকে শুরু করে আঁশ ছাড়ানো পর্যন্ত পুরুষের সঙ্গে সমান তালে জীবিকা নির্বাহ করছেন। পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সময়মতো পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিতে পারায় কৃষকরা এখন সোনালী আাঁশের সোনালী স্বপ্নে বিভোর। গ্রামে বসবাসরত অধিকাংশ নিতান্ত গরিব নারীরা সোনালি পাটের আঁশ ছাড়িয়ে ব্যস্ত সময় পার করছেন।
চলতি মৌসুমে শার্শার পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানো এখন উৎসবের আমেজ পেয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শার্শায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজে অংশ নিচ্ছেন বিভিন্ন গ্রামের প্রায় ১০ হাজার নারী। পুরুষদের পাশাপাশি এই কাজে অংশ নিয়ে কিছুটা বাড়তি আয়ের মুখ দেখছেন তারা।


বেনাপোলের উত্তর বারোপোতা গ্রামের মোরিয়ম বেগম জানান, এক আঁটি পাট ছাড়ালে পাওয়া যায় ৩০ টাকা। একজন নারী দিনে ২০ থেকে ৩০ আঁটি পাটের আঁশ ছাড়াতে পারেন। অন্য সময় ক্ষেতমজুর হিসেবে কাজ করলে যে টাকা মেলে, পাট ধোয়ার কাজে পাওয়া যায় তার তিনগুণ বেশি টাকা। এ কারণেই সংসারের কাজের পাশাপাশি পাট মৌসুমে পাট ছাড়ানোর কাজে যোগ দিচ্ছেন নারীরা। অনেকে আবার কাজটি করছেন পাটকাঠি নেয়ার শর্তে। এতে সংসারের ব্যয় নির্বাহে কিছুটা হলেও সহযোগিতা করতে পারছেন তারা।


শার্শা উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হীরক কুমার সরকার জানান, উপজেলায় দুই হাজার নারী নিজের জমিতে চাষাবাদ করেন। অন্যের জমিতে মজুর হিসেবে কাজ করেন আরো প্রায় চার হাজার নারী। “তবে মৌসুমে পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজ করেন এ জনপদের প্রায় ১০ হাজার নারী।” এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পাট চাষ হয়েছে। শার্শায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭০০ হেক্টর জমিতে। বিপরীতে চাষ হয়েছে মাত্র ১ হাজার ৮০০ হেক্টর জমিতে।” গতবার পাটের মূল্য কম পাওয়ায় চাষিরা এবার পাট চাষ কম করেছে বলে তিনি জানান।
সামটা গ্রামের ছায়রা খাতুন তার জীবনের দীর্ঘ সংগ্রামের গল্পে জানান, অল্প বয়সে বিয়ে হয় আমার। স্বামী ছিলেন পাশের গ্রামেরই এক কৃষকের ছেলে। পৈতৃক পেশাতেই ছিল আমার স্বামীর। অভাবের তাড়নায় সামান্য কৃষিজমি বিক্রি করে বিদেশে যান তিনি। বর্তমানে আমার কোন খোঁজখবর নেয় না স্বামী। আমার চার ছেলে-মেয়ের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে এবং পড়াশোনার খরচ জোগাতে পাটের আঁশ ছাড়ানোর কাজ নিজেকে নিয়োজিত করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাটের আঁশ ছাড়িয়ে প্রতিদিন আয় করি ৩০০ টাকা থেকে ৪০০ টাকা। এ রোজগারের টাকা দিয়ে আমার সংসার ভালোভাবেই চলে যায়। শুধু গ্রামের কয়েকশ’ পরিবারের নারীরা পাটের আঁশ ছাড়িয়ে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাচ্ছেন।


দেউলির অমেলা ক্ষোভের সাথে জানান, স্বামী মারা গেছে ১০ বছর আগে। মাঠে কাজ করে সংসার ও ছেলেমেয়েদের মানুষ করছি। পাটের মৌসুমে পাটের আশ ছাড়ানোর কাজ করে ৩ ছেলে মেয়েকে পড়াশোনা করাই। পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করেও আমরা নারীরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছি না। আমাদের পক্ষে কেউ এ ব্যাপারে কিছু বলে না।


টেংরা গ্রামের আছিয়া বেগম জানান, স্বামী মাঠে কাজ করে। সংসারে একটু স্বচ্ছলতা আনতে ঘরে না বসে থেকে এ কাজ করে সংসারে কিছুটা সহযোগিতা করছি। এ টাকায় ছেলেমেয়েদের লেখাপড়া ও কাপড় চোপড় হয়ে যাবে।
শ্রাবণ থেকে ভাদ্র মাসের মাঝা-মাঝি সময়ে পাট কেটে ১০ থেকে ১৫ দিন পানির নিচে ডুবিয়ে রেখে নিখুঁত হাতে নারীরা পচা পাট থেকে আঁশ ও আলাদা করেন। পাট গাছের বিভিন্ন অংশের মধ্যে এই আঁশই সবচেয়ে মূল্যবান। প্রতি মণ পাট এবার ১২শ‘ থেকে ১৫শ‘ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু পাট চাষে নিয়োজিত নারী শ্রমিকরা বিরাট অবদান রাখলেও অধিকাংশ নারী শ্রমিক ন্যায্য পারিশ্রমিক পান না। নারীরা পুরুষের সমান কাজ করেও মজুরি পাচ্ছেন তাদের চেয়ে কম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাটের আঁশ ছাড়িয়ে একজন পুরুষ মজুরি পান ৩৮০ থেকে ৪১০ টাকা আর নারী শ্রমিক পান ২৫০ থেকে ৩০০ টাকা। তারপরও তারা থেমে নেই। নারীরা পরিবার ও সমাজের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে পাটের আঁশ ছাড়িয়ে ভাগ্যোন্নয়নে এগিয়ে যাচ্ছেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে দেড় লাখ টাকা সহ সেলিম হোসেন (২৪)নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।


বুধবার (২৯ আগষ্ট )দুপুর ১২ টার সময় পুটখালী মসজিদ পোস্ট নামক স্থান থেকে তাকে আটক করেন। আটক সেলিম বেনাপোল থানার পুটখালী গ্রামের হাসেম আলীর ছেলে।
বিজিবি জানায় গোপন সূত্রে জানতে পারি সেলিম নামে এক হুন্ডি ব্যবসায়ী ভারত থেকে হুন্ডির টাকা নিয়ে পুটখালী থেকে বেনাপোলের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহল দল মসজিদ বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা সহ সেলিম নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।


২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান আটক সেলিম কে হুন্ডি টাকা সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রিপোর্ট : ইমাম বিমান: বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধী সূবর্না নদী (৩২) কে ২৮ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে সন্ত্রাসী কুপিয়ে হত্যা করার প্রতিবাদ সহ ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছে সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ

সাংবাদিক সবাই ঐক্য গড়ি, সাংবাদিক নির্যাতন হত্যার প্রতিবাদ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর ২৯ আগষ্ট বুধবার সকালে এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল রাতে পাবনা জেলায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির জেলা প্রতিনিধি সূবর্না নদীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে পাবনা জেলার আইন রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আগামি ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক সূবর্না নদী হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

এ বিষয় সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হুশিয়ারী উচ্চরন করে বলা হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে পাবনার নারী সাংবাদিক সূবর্না নদীর হত্যাকারীদের গ্রেফতার করা না হলে দেশের সকল সাংবাদিক সহ দেশের একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ প্রতিবাদ কর্মসূচির ঘোষনা দিবে।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর রাণীনগরে ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অবৈধ লটারীর র‌্যাফেল ড্র-তে গুলি, স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা। এঘটনায় গত শনিবার রাতে উপজেলার শহর থেকে স্থানীয় গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।


রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, শনিবার রাতেই গুলিবিদ্ধ রোবায়েত এর বাবা জাবেদ আলী বাদী হয়ে রাণীনগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন জেলা গোয়েন্দা পুলিশ। মামলার পর ওই এলাকা থেকে আশিকুজ্জামান রাব্বী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তারকৃত দুইজনকে রবিবারে জেল হাজতে পাঠানো হয়েছে।


ওসি আরো জানান, ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধ লটারী র‌্যাফেল ড্র প্রশাসনের অনুমতি ছাড়াই ওই কমিটি লটারীর র‌্যাফেল ড্র চালিয়েছে। রাব্বীর রবিবারে আদালতে দেওয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে গুলির ঘটনায় জড়িত থাকাসহ সে বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে সোমবারে জানান মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ হেল জামান।


উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় শুক্রবার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রিড়া সংসদ কর্তৃক এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার পর খেলা উপলক্ষে অবৈধ র‌্যাফেল ড্র (লটারী) ছাড়া হয়। র‌্যাফেল ড্র চলাকালিন সময়ে রাত অনুমান ১১টার সময় কে বা কাহারা অর্তকিত ভাবে গুলি ছোড়ে। এতে ভবানীপুর মন্ডলপাড়া গ্রামের জাবের মন্ডলের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোবায়েত হোসেনের মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হন। রোবায়েতকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোবায়েত হোসেন ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত অপর ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নওগাঁর রাণীনগরে গনসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। ইতিমধ্যেই বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা শুরু করেছেন গনসংযোগ, উঠান বৈঠক, সভা, সমাবেশসহ নানা কার্যক্রম।


এরই ধারাবাহিকতায় সোমবার রাণীনগর উপজেলার সিম্বা, লোহাচুড়া, গহেলাপুর, কাটরাশইন, করজগ্রাম (খাঁনপুকুর), মাধায়মুড়ি, আবাদপুকুরসহ আশেপাশের এলাকায় বিএনপি থেকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু গনসংযোগ করেছেন। গনসংযোগ শেষে এদিন বিকেলে আবাদপুকুর বাজারের চারমাথায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক একেএম মো: জাকির হোসেন, এইচএম নয়ন খাঁন লুলু, সহ-দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুবদলের সভাপতি মো: এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো: মোজ্জাকির হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শরিফ মাহমুদ সোহেল, যুগ্ন আহŸায়ক মশিউর রহমান রাজু, নাছির উদ্দিন টনি, আজাদুল হক আজাদসহ উপজেলা বিএনপি ও কালিগ্রাম, একডালা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে ঘুমের ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন এক গৃহবধু। শনিবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া দক্ষিনাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত স্বামী চন্দন হোসেনকে (৩০) ঢাকায় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দন উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া দক্ষিণাপড়া গ্রামের নাছির উদ্দিন ফকিরের ছেলে।


চন্দনের পরিবার সূত্রে জানা যায়, এদিন রাতে খাবার খেয়ে আমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত ২টার দিকে চন্দন চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ঘরের দরজায় ধাক্কাদিলে ভিতর থেকে দরজার বন্ধ পাওয়া যায়। এসময় চন্দন দরজা খুলে রক্তাত্ত অবস্থায় বাহিরে আসে এবং স্ত্রী গোপনাঙ্গ কেটে দিয়েছে। গুরত্বতর আহতবস্থায় প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নেয়া হচ্ছে। চন্দনের স্ত্রী আর স্বামীর সংসার করবে না বলেও জানা গেছে। অথচ স্ত্রী আট মাসের অন্ত:স্বত্তা।


রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে দুইকেজি গাঁজাসহ আলম হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। রোববার রাত ১০ টার দিকে বদলগাছী উপজেলার বালুভরা হিন্দুপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলম হোসেন নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের লবির উদ্দিনের ছেলে।


নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে রাতে বদলগাছী উপজেলার বালুভরা হিন্দুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে দুইকেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ):  নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস আজ ২৮ আগস্ট। ১৯৭১ সালে সারাদেশের মানুষ যখন মুক্তিযুদ্ধের চেতানায় জেগে ওঠে। তখন নওগাঁর সদর উপজেলার নিচ পাকুড়িয়া গ্রামে রাজাকার আলবদর ও পাকিস্তানীদের উপর অপারেশন চালানোর পরিকল্পনায় ভুলবশত বর্তমানে মান্দা উপজেলা সদর হতে ৭ কিলোমিটার দূরে পাকুড়িয়া গ্রামে ২৮ আগষ্ট সকালে পাকিস্থানী হানাদার বাহিনী বাড়ি বাড়ি তল¬াশী চালিয়ে স্থানীয় জনসাধরনকে একে একে ধরে নিয়ে সভা উপলক্ষে বর্তমান পাকুড়িয়া ইউনাইটেড স্কুল মাঠে একত্রিত করে। এরপর সেখানে জমায়েতকৃত ১২৮ পরিবারের ১৪৬ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করে কয়েক দফা মেশিনগানের গুলি চালিয়ে নিরাপরাধ স্বাধীনতাকামী বাংলাদেশীকে নির্মম ভাবে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে শত্র“রা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। তবে এ সময় গায়ে রক্ত মেখে নিঃশ্বাস চেপে রেখে মৃত্যুর ভান করে ভাগ্যবলে বেঁচে যান ১৯ জন। পরে কয়েক দিনের ব্যবধানে মারা যান আহতদের মধ্যে অনেকেই। সে সময় পাকুড়িয়া পরিণত হয়েছিল যেন এক বিধবাদের পল¬ীতে। যারা শরীরে বুলেটের চিহ্ন নিয়ে বেঁচে আছেন তারাসহ সেই সময়কার এলাকার স্থানীয় লোকজন আজো সেই দিনের স্মৃতির কথা মনে করে আঁতকে উঠেন। আজো কেঁদে ওঠেন হারানো স্বজনদের কথা মনে করে। এটি দেশের ইতিহাসে অন্যতম নির্মম পৈশাচিক গণহত্যার ঘটনা। অথচ সে ঘটনার ইতিহাস আজও যথাযথ সংরক্ষণ করা দুরের কথা তেমন কোন উদ্যোগও নেয়া হয়নি। ৪৫ বছর যাবত এই দিনে শহীদদের আত্মার শান্তি কামনায় স্থানীয়ভাবে অনুষ্ঠান করা হলেও সরকারীভাবে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয় না। অবিলম্বে সরকারী ভাবে পাকুড়িয়া গণহত্যার ইতিহাস, শহীদদের কথা মুক্তিযুদ্ধের দলিলে লিপিবদ্ধ, স্মৃতি রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং দিনটিকে সরকারীভাবে পালনের জোর দাবী জানিয়েছেন শহীদ পরিবার এলাকাবাসি । বিষয়টি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সুদৃষ্ঠি কামনা করেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় সচেতন মহল।
এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারো মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও স্থানীয় এলাকাবাসী ও পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ রোববার সকালে স্মৃতিচারণ,আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে পাকুড়িয়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল লতিফ মন্ডল জানান।
এছাড়া এ উপলক্ষে সেই দিনের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক, এমপি। দুপুরে এলাকাবাসীর আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দার গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজ, এর এসএসসি ব্যাচ ৯১ এর শিক্ষার্থীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুল¬াহ আল মামুন (শহীদ মামুন) কে মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদান রেখে জীবন উৎসর্গের জন্য বাংলাদেশের যে কোন একটি রাষ্ট্রীয় উপাধীতে ভূষিত করার দাবী জানিয়েছে। এ দাবী জানিয়ে এসএসসি ব্যাচ ৯১ এর শিক্ষার্থীদের পক্ষে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ এর পরিসংখ্যান বিভাগের প্রভাষক গোলাম মোঃ রফিকুল ইসলাম লিখিত আবেদন প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় এমপি, নওগাঁ-৪ মান্দা, (মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়) বরাবর পাঠানো হয়েছে।


আব্দুল¬াহ আল মামুন সম্ভবত ২৫ আগষ্ট শাহজামান (অ্যাডভোকেট নওগাঁ বার) কে সঙ্গে নিয়ে নিয়ামতপুরের উদ্দেশ্যে রওনা হন এবং পরানপুর ও হরিপুরে শেল্টার তৈরি করে নিয়ামতপুরে যোগাযোগ স্থাপন করে মান্দায় ফিরে আসার পরিকল্পনা করেন। সে মোতাবেক ১৯৭১ সালের ২৬ আগষ্ট সকালে সতীহাট বাজারের রেড়িও মেকার বনিজের নিকট হতে পুরাতন রেডিও সংগ্রহ করে রেড়িওর মধ্যে দুটি গ্রেনেড পুরে শহীদ মামুন তা বহন করেন এবং শাহজামান নেন ওষুধের প্যাকেটে দুটি গ্রেনেড। মান্দায় আসার পর তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করে দুজন দুদিকে যাবেন বলে সিদ্ধান্ত নেন। শাহজামান সোনাপুর হয়ে পরানপুর-হরিপুর, অপর দিকে শহীদ মামুন সাহাপুর হয়ে কালিকাপুরে। কালিকাপুরে নদীর ধারে পিচ কমিটির সদস্যদের মিটিং করা অবস্থা দেখতে পেয়ে কিশোর মামুন তাদের উপর গ্রেনেড চার্জ করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় ২য় গ্রেনেডটি নিক্ষেপ করেন। ২য় গ্রেনেডটিও বিস্ফোরিত না হলে পিচ কমিটির সদস্যরা তাঁকে দেখতে পেলে নিজেকে আড়াল করার কৌশল হিসেবে এক আখ ক্ষেতে মনান্তরে কাঁশফুলের ঝোঁপের মধ্যে লুকিয়ে যান। পিচ কমিটির লোকজন তাঁকে ধরার জন্য খুঁজতে থাকলে আখ ক্ষেতে (কাঁশফুলের ঝোঁপের) মধ্যে থাকা একজন মহিলা তাঁর সন্ধান দিলে শত্রæরা তাকে ধরার জন্য তাড়া করে। কিশোর মামুন দৌড় দিলে শত্রæরা তার পিছু নেয় এবং সূর্য নারায়নপুর গ্রামে শত্রæরা তাকে ধরে ফেলে। ধরা পড়লে প্রথমে শত্রæরা তাকে নির্যাতন করে এবং পাশে মান্দা পাকসেনা ক্যাম্পে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করার পর তাঁর পায়ে রশি বেঁধে গাড়ির পিছনে ঝুলিয়ে মহাদেবপুর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নির্মমভাবে শাহাদত বরণ করেন। আর এভাবেই তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেন। দিনটি ছিল সম্ভবত ১৯৭১ সালের ২৭, ২৮ অথবা ২৯ আগষ্ট। আর এভাবেই দেশের জন্য সম্ভবত ১৯৭১ সালের ২৭, ২৮ অথবা ২৯ আগষ্ট তিনি নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেন। তাঁর এ মহান আত্মত্যাগের কথা নওগাঁ জেলাবাসি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। স্বাধীনতা যুদ্ধে তাঁর এই করুণ আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁকে যদি উপরোক্ত যে কোন উপাধিতে ভূষিত করা হয় তাহলে তাঁর আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন করা হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তাই অবিলম্বে আমাদের প্রাণের দাবি শহীদ আব্দুল্লাহ আল মামুন (শহীদ মামুন) কে বীর শ্রেষ্ঠ/বীর উত্তম/বীর বিক্রম/বীর প্রতীক যে কোন একটি বীরত্বপূর্ণ রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করা হোক।


কে এই আব্দুল¬াহ আল মামুন ?


জন্ম পরিচয়: আব্দুল¬াহ আল মামুন (শহীদ মামুন) ১৯৫৫ সালে ৩০ আগষ্ট নওগাঁ মহকুমার নিয়ামতপুর থানার রামকুড়া গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা ডাঃ নজরুল ইসলাম এবং মাতা বেগম জোবায়দা ইসলাম। পিতা মাতার ৮ম সন্তানের মধ্য তিনি ছিলেন তৃতীয়।


শিক্ষা জীবন: তিনি ১৯৬১ সালে নওগাঁ পিটিআই স্কুলে ভর্তি হয়ে পড়াশুনা শুরু করেন এবং সেখান থেকে ১৯৬৬ সালে ৬ষ্ঠ শ্রেণিতে নওগাঁ কে.ডি সরকারী স্কুলে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৭ সালে ৭ম শ্রেণিতে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হন। তাঁর নম্বর সি-২৫৭।


মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আকুলতা: নওগাঁ পিটিআই স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধে অংশগ্রহনের জন্য তাঁর বড় ভাই মোজাহিদের সঙ্গে মার্চ মাসে নওগাঁ ইপিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহন করেন। জুন মাসের মাঝামাঝি আসামের হাফলং ক্যাম্পে মুজিব বাহিনীতে অংশ গ্রহন করেন। এই ক্যাম্পে তিনি লিখিত পরীক্ষায় ৫০০ জনের মধ্যে ১ম হয়েছিলেন। প্রশিক্ষণ শেষে জুলাইয়ে দেশে ফিরেন এবং বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ ইব্রাহিম হোসেন (প্রাক্তন প্রসাদপুর ইউপি চেয়ারম্যান) এবং প্রয়াত অধ্যক্ষ বাবু বিমল কৃষ্ণ রায় এর দলে অন্তুর্ভূক্ত হন। পরে তিনি মান্দা উপজেলাধীন প্রসাদপুর ইউপি ও গণেশপুর ইউপির বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানুুুুু করেন। শহীদ মামুন এদের দলের উপনেতা ছিলেন। সে সময় শহীদ মামুন তাঁর টিমসহ আশ্রয় ও সহযোগিতা পেয়েছেন আজাদ মাস্টার, লয়েজ মাস্টার, আছির মাস্টার, হাফিজ মাস্টার, মোয়াজ্জেম হোসেন, বিশ্বনাথ, হাফিজ জোয়ার্দ্দার, নমীর উদ্দীনসহ অনেকের বাড়িতে। তাঁর আত্মত্যাগকে চির স্মরণীয় করে রাখার জন্যই তাঁর সহযোদ্ধারা ১৯৭২ সালে গোটগাড়ী শহীদ মামুন স্কুল প্রতিষ্ঠা করেন। কালের পরিক্রমায় সেটি হাইস্কুল এবং গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজ এ পরিণত হয়েছে। ২০১৮ সালে সদ্য ঘোষিত সরকারিকরণের তালিকাভূক্ত হয়েছে। অনেকে মনে করছেন এটিও সেই মহান আত্মারই অর্জন।


জীবন উৎসর্গ: ১৯৭১ সালের ২৭, ২৮ অথবা ২৯ আগষ্ট দেশের জন্য তিনি নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী চিরচিনা খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পারইল পূর্ব ফকিরপাড়া যুব সমাজের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উদ্যাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী মোরগ যুদ্ধ খেলা, বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা, কলা গাছে উঠা, হাঁস খেলা ও চাচা আপন প্রাণ বাঁচা (বেলুন ফাটানো) খেলাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা গুলোতে গ্রামের নারী-পুরুষ ছোট-বড়সহ সব বয়সের মানুষ অংশ গ্রহণ করেন। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত খেলা শেষে শুক্রবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির নিজাম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পারইল ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুর রহমান, পারইল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, আজিজুর রহমান ফকির, এ্যাড. আব্দুর রহিম (মিঠুন) আনোয়ার হোসেন প্রমুখ।

নওগাঁ ও বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আতœার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিলাশবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শিবপুর উচ্চ বিদ্যালয় হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিলাশবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লা আল মাহেন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় বক্তব্য রেখে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড আ.স.ম শফি মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ট্যা মন্ডলীর সদস্য ও মনোনয়ন প্রত্যাশী সখিনা সিদ্দিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজার রহমান,যুগ্ম সম্পাদক কামরুল হাসান পল্টন,সাংগঠনিক সম্পাদক সরদার হেলাল রাব্বী,বিলাশবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদক মোশারফ হোসেন, যুবলীগের সভাপতি মোস্তফা কামাল(বাবু),সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয়,কোলা ইউপির সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিকি মাষ্টার,যুবলীগের আহবায়ক জুয়েল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিরা আহম্মেদ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন,সাধারন সম্পাদক শুভ আহম্মেদ


আলোচনা ও দোয়া মাহফিল শেষে দলীয় নেতা কর্মী সহ এলাকার প্রায় পাঁচ শতাধীক মানুষকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

আবু রায়হান রাসেল, নওগাঁ: বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় নওগাঁ শহরের চকএনায়েত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান ছেকার আহমেদ শিষানের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম নজমুল হক মন্টু, সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জামেদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় মাদকের মামলায় মো. আলাউদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদÐ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মজিবুর রহমান এ রায় দেন। একই আদেশে দÐিত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদÐ দেওয়া হয়।
দÐিত আসামি আলাউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলার আরও দুই আসামি মোশাররফ হোসেন (৩৫) ও মো. সোহেলকে (২৮) বেখসুর খালাস দেওয়া হয়। দÐিত আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ মে গোপন সংবাদের সূত্রে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিরঞ্জন কুমার জেলার নিয়ামতপুর উপজেলার চৌপাড়া গ্রামে অভিযান চালায়। পুলিশ সদস্যরা চৌপাড়া ফাজিল মাদ্রাসার সামনে পৌঁছালে আসামি আলাউদ্দিন, মোশাররফ হোসেন ও সোহেল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাঁদের আটক করে দেহ তল্লাশীকালে আসামি আলাউদ্দিনের হাতে থাকা ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই নিরঞ্জন কুমার বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯(১) ধারায় মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে গতকাল নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মজিবুর রহমান আসামি আলাউদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৪ বছরের সশ্রম কারাদÐ দেন। এছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমনা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদÐের আদেশ দেন আদালত। অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেখসুর খালাস দেওয়া হয়।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শামসুর রহমান। আসামি আলাউদ্দিনের পক্ষে আইনজীবী এসএম আব্দুর রহমান, মোশাররফ হোসেনের পক্ষে আইনজীবী সোমেন্দ কুমার কুÐু এবং আসামি সোহেলের পক্ষে আইনজীবী মোফাজ্জল হক মামলাটি পরিচালনা করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের নাভারন হাইওয়ে পুলিশ  যশোর-বেনাপোল হাইওয়ে সড়কে বিশেষ অভিযান চালিয়ে ৩ দিনে ৬৫ টি গাড়ী আটক করে পুকুরে ফেলেছে।

আটক করা গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে জানাগেছে।


উপর মহলের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পলিটন মিয়া। তিনি জানান ডি আই জির নির্দেশে নসিমন,করিমন,ইজিবাইক, আলম সাধু, পাওয়ার টিলার, ভডভডি ও সি এনজির ওপর এ অভিযান চালানো হয়।এ গুলো আটকের পর তা পুকুরে বা বিলে অথবা জলাশয়ে ফেলেদিয়ে তার ছবি উঠিয়ে এ ছবি আবার ডি আইজিকে দেখাতে হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন এ পর্যন্ত ৬৫ টি গাড়ীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।


এ ব্যাপারে নসিমন চালকরা তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।তারা বলেছেন নছিমন, করিমন, ইজিবাইক,আলম সাধু এমনকি পাওয়ার টিলার সিএনজি ধরে ধরে পুকুরে ফেলে দেয়া হয়েছে যা সম্পুর্ন আইনের পরিপন্থী এগুলো সভ্য মানুষের কাজনা। শহিদুল বলেছেন গাড়ী গুলো পুকুরে ফেলাটা অন্যায় ও জুলুম, রাষ্টীয় আইনে এটা বলা হয়নি, এটা রিতিমত গরীবের পেটে লাথি মারা হয়েছে। তিনি আরো বলেন নছিমন,করিমন,আলম সাধু, ভটভডি চালায় তারা, যারা নিস্ব গরীব ও অসহায় আর অনেকের সংসার এর উপরেই নির্ভরশীল।


শাসন ভালো কিন্তু শোসন ভালো নয়। বেনাপোলের রাসেদ তরফদার বলেছেন আমার নছিমন চালিয়ে সংসার চলে।আমার গাড়ীটাও পুকুরে ফেলা হয়েছে,এখন আমার বালবাচ্চার মুখের আহার বন্ধ।সে আরো বলে পরিবহন মালিক সমিতিকে খুশী করতে যেয়ে গরীবের পেটে লাথিমারা হচ্ছে। এটা মানতে তারা নারাজ।

হাসেম আলী, বিশেষ প্রতিনিধিঃ বিবাহের দাবিতে প্রেমিকের বাড়ীতে পাঁচ দিন ধরে অনশন শুরু করেছে প্রেমিকা।


বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেওলী রথবাজার গ্রামের ঝরু বর্মণ রায় জানান, তার মেয়ে দেওলী রথবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শোভা রাণী (১৮) বিবাহের দাবিতে গত শুক্রবার থেকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী সেনপাড়া গ্রামের মৃত বিমল কুমার সেনের ছেলে কলেজ ছাত্র (অর্নাস রাষ্ট্র বিজ্ঞান) কল্যাণ সেন (২২) এর বাড়ীতে অবস্থান নেয়।


অবস্থার বেগতি দেখে পরিবারের লোকেরা প্রেমিক কল্যাণ সেন কে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। শোভা রাণী বিবাহের দাবিতে পাঁচ দিন ধরে অনশন করছে।


স্কুল ছাত্রীর পরিবার জানান, ২ বছর ধরে কল্যাণ সেন বিবাহের প্রলোভন দেখিয়ে শোভা রাণীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে। কল্যাণ সেন দুই বছরে শোভা রাণীর সাথে দেখা করে, ফেসবুকে ও মোবাইলে যোগাযোগ করে এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে।


স্থানীয়রা জানান, প্রেমিক কল্যাণ সেন গত ২৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী শুখানপুখরী ইউনিয়নের বানিয়া পাড়া ব্রীজে প্রেমিকা শোভা রাণীর সাথে দেখা করে। প্রেমিকার সাথে থাকা একটি বাইসাইকেল ও মোবাইল নিয়ে কিছুক্ষণের মধ্যে ফেরত আসার কথা বলে তাৎক্ষণিক নিখোঁজ হয়ে যায়। পরে প্রেমিকা শোভা রাণী চিৎকার করতে থাকলে আশপাশের লোকেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।


স্থানীয়রা আরো জানান, ২৪ আগস্ট শুক্রবার বিকেল থেকে প্রেমিকা শোভা রাণী প্রেমিক কল্যাণের বাড়িতে অনশন শুরু করলে প্রেমিকের বড়ভাই গৌতম শোভা রাণীকে বাড়ি থেকে বের করে দেয়। পরে প্রেমিকা শোভা রাণী জোড়পূর্বক প্রেমিকের বাড়িতে অনশন করতে থাকে।


মুঠোফোনে পাঁচপীর ইউনিয়নের চেয়াম্যান হুমায়ন কবির প্রধান বলেন, ঘটনাটি সত্য। এ ব্যাপারে উভয় পরিবার আমার সাথে যোগাযোগ করে মিমাংসার চেষ্টা করছে। আপাতত আপনারা (সাংবাদিকরা) মেয়ের সাক্ষাতকার নিবেন না। প্রয়োজন হলে আমি আপনাদের ফোন দিবো।


প্রেমিক কল্যাণের বড়ভাই গৌতম সেন মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পরই আমার ভাই নিখোঁজ হয়ে যায়। বর্তমানে আমার সাথে তার কোন ধরণের যোগাযোগ নেই।আপাতত আপনারা (সাংবাদিকরা) মেয়ের সাক্ষাতকার নিবেন না।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেয়েটি প্রেমিকের বাড়িতে অবস্থান করছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সরকারি মেডিকেল কলেজ চালুর উদ্যোগের ঘোষণার পর আনন্দে উচ্ছ¡সিত নওগাঁবাসী। গত রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে নওগাঁসহ নতুন করে আরও চারটি মেডিকেল কলেজ চালুর উদ্যোগের কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে নতুন চারটি মেডিকেল কলেজ হবে। আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাওয়ায় নওগাঁর সকল স্তরের মানুষ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বলেন, নওগাঁয় মেডিকেল কলেজ চালুর ঘোষণা অনেক আনন্দের। এখানে একটি মেডিকেল করার দাবি নওগাঁবাসীর দীর্ঘদিনের। অবশেষে তা সত্যি হতে যাচ্ছে।
চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সরকারি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাঁরা মেডিকেল চালুর আগে প্রয়োজনীয় অবকাঠামো, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও অনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক রওশন আরা খানম বলেন, নওগাঁ একটি বড় জেলা। এখানে প্রায় ৩০ লাখ লোকের বসবাস। এখানে মেডিকেল কলেজ চালুর ঘোষণায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। নতুন মেডিকেল কলেজ হলে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগের পাশাপাশি চিকিৎসাসেবার মান বাড়বে। মেডিকেল কলেজ হলে নতুন নতুন বিভাগ হবে প্রায় সব ধরনের রোগের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘গত মাসে (জুলাই) জেলা প্রশাসক সম্মেলনে আমি নওগাঁয় একটি মেডিকেল কলেজ ও পাহাড়পুরে একটি বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়েছিলাম। মেডিকেল কলেজ করার দাবি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার এ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ জেলায় চলতি রোপা আমন মওসুমে লক্ষমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে জেলায় শতকরা ১০৯ ভাগ জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছে। এদিকে আউশ ধান কর্ত্তনের পর আরও ধান রোপন অব্যাহত রয়েছে। আমন আবাদের পরমিান এ বছর ধার্যকৃত লক্ষমাত্রার থেকে শতকরা ১২০ থেকে ১২ ভাগ অর্জিত হবে বলে কৃষি বিভাগের ধারনা।
কৃষি বিভঅগ এ বছর জেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করে ১ লাখ ৬১ হাজার ৩শ ৩৮ হেক্টর জমিতে। এর মধ্যে উন্নত ফলনশীল উফশী জাতের ১ লাখ ৩৮ হাজার ৫শ ৬৭ হেক্টর ্এবং স্থানীয় জাতের ২২ হাজার ৭শ হেক্টর।
সেখানে ২৭ আগষ্ট পর্যন্ত জেলার ১১টি উপজেলায় আমন ধানের চারা রোপন করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে উন্নত ফলনশীল জাতের ১ লাখ ৬৭ হাজার ৮শ ৮৫ হেক্টর এবং স্থানীয় জাতের ৭ হাজার ৫শ ২০ হেক্টর। এ পর্যন্ত আবাদের পরিমান শতকরা ১০৯ ভাগ।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেছেন যেসব জমিতে আউশ ধান চাষ হয়েছে সেসব জমিতে আউশ কেটে চিনি আতপের মত সুগন্ধি ধানের চারা রোপন করা হচ্ছে। আবাদের পরিমান পরিমান শতকরা ১২০ থেকে ১২২ শতাংশে দাঁড়াবে। এ ক্ষেত্রে তিনি বলেন নওগাঁ জেলায় সাধারনত আমন মওসুমে প্রায় ২ লাখ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়ে থাকে। কিন্ত গত বছর বন্যায় প্রায় ৩৮ হাজার হেক্টর জমির আমন ধান বিনষ্ট হয়ে যায়। ফলে গত বছর আবাদের পরিমান নেমে আসে ১ লাখ ৬১ হাজার হেক্টরে। স্বাভাবকে কারনে গত ভছরের আবাদ পরের বছর লক্ষ্যমাত্রা হিসাবে নির্ধারন করা হয়ে থাকে। সেই কারনে চলতি মওসুমে লক্ষামাত্রা কম নির্ধারন করা হয়।
চলতি বছর উপজেলা ভিত্তিক আমন আবাদের নির্ধারিত লক্ষমাত্র্ াহচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৯ হাজার ১শ ৫০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৪ হাজার ২শ হেক্টর, আত্রাই উপজেলায় ৫ হাজার ১শ ৫০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১১ হাজার ৬শ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৮ হাজার ৮শ হেক্টর, পতœীতলা উপজেলায় ২৬ হাজার ৪শ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১৯ হাজার ৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ১৪ হাজার ৯শ হেক্টর, সাপাহার উপজেলায় ১৪ হাজার ৯শ হেক্টর, পোরশা উপজেলায় ১৬ হাজার ৩শ ৮৩ হেক্টর, মান্দা উপজেলায় ১৫ হাজার ৫শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২২ হাজার ৩শ ৫০ হেক্টর।
প্রতি হেক্টেরে গড়ে ২ দশমিক ৬ মেট্রিক টন হিসেবে চলতি বছর চালের আকারে উৎপাদিত হওয়ার কথা ৪ লাখ ১৯ হাজার ২৯৪ দশমিক২০ মেট্রিকটন। যেহেতু আবাদ লক্ষমাত্রার থেকে ২০ থেকে ২২ ভাগ বেশী হচ্ছে সেহেতু চাল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। সেহেতু চলতি বছর জেলায় প্রায় ৫ লাখ ৪ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): এক সময় সদর ঘাটের পানের কথা শোনা গেলেও এখন নওগাঁর আত্রাই উপজেলার ব্রজপুর বাজারের আজিম মামার মনকাড়া বাহারী স্বাদের পান নজর কেড়েছে আত্রাই উপজেলাবাসীর।
যদি সুন্দর একটা মুখ পাইতাম মহেসখালীর পানের খিলি তারে বানাই খাওয়াইতাম কিংবা পালের লাও পালের লাও পান খেয়ে যাও, ঘরে আছে ছোট বোনটি তারে নিয়ে যাও। পান নিয়ে এমন আরও অনেক গান, কবিতা ,প্রবাদ আছে যা আমাদের সাহিত্য ভান্ডার কে করেছে সমৃদ্ধ।
সরেজমিনে আজিম পা ষ্টলের মালিক আজিম হোসেনের সাথে আলাপচারিতায় জানা যায়, প্রতি খিলি পানের দাম ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। শাহজাদী ১০ বেনারশ ১৫ আর বোম্বে মাসালা খিলি বিক্রি হয় ৩০ টাকায়। পানে কী মসলা ব্যবহার করেন এমন প্রশ্ন করতেই মুচকি হাসেন আজিম মামা। তার পর বলতে থাকেন দম না নিয়েই কয়েক ডজন স্বাদ বৃদ্ধিকারী মসলার নাম এর মধ্যে উল্লেখযোগ্য মোরব্বা, খেজুর, খোরমা, তানশিন, তেরেঙ্গা, চমন বাহার, এলাচ, নারিকেল, কিসমিস, সেমাই, ঝুড়া ইত্যাদি। তিনি বলেন, এসব মসলার সবক’টি দেশে পাওয়া যায় না। বিদেশ থেকে আমদানি করতে হয়। আর এই বাহারী মসলার স্বাদের কারনেই তার দোকানের বিশেষত্ব।
আজিম মামার পান ষ্টলে পান খেতে আসা ব্রজপুর গ্রামের মেহেদী হাসান রুবেলের সাথে কথা বললে তিনি মৃদু হেসে জানালেন, আমি তো আজিম মামার দোকানের পান ছাড়া অন্য কারো দোকানের পান খাইনা। আমি প্রয় ৬-৭ বছর ধরে এই দোকানের পান খেয়ে আসতেছি। তার বানানো পান আমার মুখে অন্য রকম একটা স্বাদ এনে দেয়।

পার্শ্ববর্তী বাগমারা উপজেলা থেকে ব্যক্তিগত কাজে ব্রজপুর বাজারে এসেছেন মজিবর রহমান কাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম মামার দোকানে এসেছেন পান কিনতে শাহাজাদী একটি পান মুখে দিয়েছেন এবং দুই খিলি পান কাগজে মুড়ে নিয়েছেন বাসায় নিয়ে যাবেন বলে। তিনি বলেন আমি যখনই ব্রজপুরে আসি আজিমের দোকানের বাহারী মসলা দিয়ে পান না খেলে আমার অপূর্নতা থেকে যায়। আর দুই খিলি পান নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে খাবো।
পান বিক্রেতা আজিম মামার সাথে কথা হলে তিনি জানান, আমি প্রায় ২০ বছর যাবৎ পান বিক্রি করে আসছি প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ বিরা পান বিক্রি হয়। তিনি আরও জানান , অনেক মানুষ আসে আমার দোকানে পান খেতে মাঝে মাঝে এত ভিড় হয় যে একা হিমসিম খেয়ে যাই। পান বিক্রি করেই পরিবারের সদস্যদের খরচ যোগান। লেখা পড়া করে সন্তানেরা চাকুরি করবে তবেই আমার পরিশ্রম সার্থক হবে।
প্রচলিত নানা গল্পগাথায় রাজ-রাজাদের পানবিলাসের বর্ণনা মেলে। সেসব পান সাজানো হতো দুর্লভ সব মসলা দিয়ে। মেশানো হতো বহুমূল্য সুগন্ধি। আত্রাই উপজেলার ব্রজপুর বাজারের আজিম হোসেনের শাহী পান, বেনারশি পান, বউ জামাই পান, মোম্বাই পানসহ নানা ধরনের হরেক রকমের পান সকলের মন জয় করেছে এবং করবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর।

রির্পোট : ইমাম বিমান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “দেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরী করতে সরকারের প্রতি  আহবান জানিয়েছেন ঝালকাঠি-২ আসনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনায়ন প্রত্যাসী এ্যাড. রফিক হাওলাদার।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ এলাকা ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের গনসংযোগের সময় সাংবাদিকরে সাথে তিনি এ কথা বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. রফিক হাওলাদার ঈদুল আযহা উপলক্ষে নিজ এলাকায় এসে নিজ দলের পক্ষে প্রচার প্রচারনা সহ বিএনপি’র ধানের শীষ প্রতীকে জনগনদের ভোট দেয়ার আহবান জানান।


মনোনায়ন প্রত্যাসী এ্যাড. রফিক হাওলাদার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরো বলেন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কোনঠাশা করার প্রয়াস চালাচ্ছে। তাই অবিলম্বে আমাদের দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্তে মুক্তি দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ পূর্বক,  অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরী করতে সরকারকে আহবান জানান।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ জেলায় ক্রমেই আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়ছে। সরকারীভাবে আউশ চাষ করতে কৃষকদের উৎসাহিত করার জন্য বিশেষ প্রনোদনা দেয়ার কারনেই আউশ চাষ বৃদ্ধি পেয়েছে বলেছে স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তর।


এক সময় অতিরিক্ত ধান উৎপাদনের এই নওগাঁ জেলায় আউশের আবাদ ছিল খুবই জনপ্রিয়। সকালের খাবার তালিকায় বাডিতে বাড়িতে আউশ চালের পান্থাভাত ছিল খুবই লোভনীয়। বলা যায় তা ছিল আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু মাঝখানে এই আউশ ধানের চাষ প্রায় বন্ধ হয়েই পড়েছিল। বেশ কয়েক বছর ধরে প্রনোদনা দেয়ার ফলে আউশের আবাদ করতে কৃষকদের উৎসাহ বেড়েছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন বর্তমান সরকার কৃষকদের আউশ চাষে উৎসাহিত করতে প্রান্তি চাষীদের বিনামুল্যে সার হিসেবে ইউরিয়া, পটাশডিএপি ও এমওপি, বীজ এবং জমির পরিচর্যা বাবদ নগদ অর্থ প্রনোদনা প্রদান করছে। এই কারনে জেলায় আউশ চাষের পরিমান বৃদ্ধি পাচ্ছে।


কৃষি বিভাগের হিসাব অনুযায়ী ২০১৫-১৬ বছরে জেলায় আউশের আবাদ হয়েছিল ৫৭ হাজার ২শ ৮০ হেক্টর জমিতে। এই বছর চালের আকারে আউশের উৎপাদন হয়েছিল ১ লাখ ৫৮ হাজার ৯২ মেট্রিক টন। ২০১৬-১৭ বছরে জেলায় আউশের আবাদ হয়েছিল ৫৮ হাজার ২শ ৪৩ হেক্টর জমিতে। এ বছর আউশের চাল উৎপাদিত হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৩শ ৮৮ মেট্রিক টন। ২০১৭-১৮ বছরে জেলায় আউশের আবাদ হয়েছিল ৬১ হাজার ৮শ হেক্টর জমিতে। এ বছর চাল আকারে উৎপাদিত হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ১শ ৩০ মেট্রিক টন। চলতি ২০১৮-১৯ বছরে জেলায় আউশের আবাদ হয়েছে ৬৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে। যেখান থেকে চালের আকারে ১ লাখ ৮০ হাজার ৫শ ৪৮ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সূত্র মতে চলতি বছর জেলায় মোট ৬৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে আউশ হয়েছে। এর মধ্যে উন্নতফলনশীল উফশী জাতের ৬২ হাজার ৯শ ৫১ হেক্টর জমিতে এবং হাউব্রীড জাতের আউশ চাষ হয়েছে ৮শ ১৯ হেক্টর জমিতে।


উপজেলা ভিত্তিক আউশ চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৫ হাজার ৫শ ৫৪ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৫ হাজার ২শ ৬০ হেক্টর ও হাইব্রীড জাতের ২৯৪ হেক্টর। রানীনগর উপজেলায় মোট ৩ হাজার ৩শ ১০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ৩ হাজার ২শ ৯০ হেক্টর ও হাইব্রীড জাতের ২০ হেক্টর জমিতে। আত্রাই উপজেলায় মোট ২ হাজার ৪শ ৫ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩শ ৯০ হেক্টর ও হাইব্রীড জাতের ১৫ হেক্টর জমিতে। বদলগাছি উপজেলায় মোট আউশ চাষ হয়েছে ৯শ ৪৫ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৯শ ৩৫ হেক্টর ও হাইব্রীড জাতের ১০ হেক্টর। মহাদেবপুর উপজেলায় মোট আউশ চাষের জমির পরিমান ১০ হাজার ৪শ ৫৭ হেক্টর। এর মধ্যে উফশী জাতের ১০ হাজার ৪শ ৩২ হেক্টর ও হাইব্রীড জাতের ২৫ হেক্টর জমিতে। পতœীতলা উপজেলায় মোট আউশ চাষ হয়েছে ৬ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৬হাজার ৯শ ১৫ হেক্টর ও হাইব্রীড জাতের ৩৫ হেক্টর। ধামইরহাট উপজেলায় মোট আউশ চাষের পরিমান ২ হাজার ৯শ ৮০ হেক্টর। এর মধ্যে উফশী জাতের ২ হাজার ৮শ ২০ হেক্টর ও হাইব্রীড জাতের ১৬০ হেক্টর। সাপাহার উপজেলায় মোট আউশ চাষের পরিমান ৩ হাজার ৫শ ৪০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৩ হাজার ৫শ ৩০ হেক্টর ও হাইব্রীড জাতের ১০ হেক্টর। পোরশা উপজেলায় মোট আউশের আবাদের পরিমান ১ হাজার ১শ ৯০ হেক্টর। পুরোটাই উফশী জাতের। মান্দা উপজেলায় মোট আউশ চাষ হয়েছে ১৭ হাজার ২শ ৭৯ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ১৭ হাজার ৪৯ হেক্টর ও হাইব্রীড জাতের ২৩০ হেক্টর। নিয়ামতপুর উপজেলায় মোট আউশের আবাদ হয়েছে ৯ হাজার ১শ ৬০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৯ হাজার ১শ ৪০ হেক্টর ও হাইব্রীড জাতের ২০ হেক্টর।
কৃষকরা এ বছর তাঁদের জমিতে সব চেয়ে বেশী আবাদ করেছেন ব্রিধান-৪৮, ব্রিধান-২৮, ব্রিধান-৫৫, পারিজা, জিরাশাইল এবং নেরিকা জাতের। এ বছর চালের আকারে সম্ভাব্য উৎপাদনের পরিমাণ আশা করা হচ্ছে ১ লাখ ৮০ হাজার ৫শ ৪৮ মেট্রিক টন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধা আত্মহত্যা করেছে। নিহতরা হলেন-উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫০) ও কবিনগর গ্রামের মৃত ইন প্রামানিকের ছেলে দুদু প্রামানিক (৫৫)।


রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুটি মরদেহ উদ্ধার করছে পুলিশ। এর আগে শনিবার বিভিন্ন সময়ে আত্মহত্যার এসব ঘটনা ঘটে।


আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আব্দুল খালেক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার বিকেলে ৫টার দিকে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


অপরদিকে দুদু প্রামানিক দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। রাত ৮টার দিকে তিনি বাড়িতে ট্যাবলেট খান। বাড়ির লোকজন ঘটনা বুঝতে পেরে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।


রোববার মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোবারক।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রেহেনা(২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় তার স্বামীর বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রেহেনা দৌলতপুর গ্রামের আবুল খায়ারের মেয়ে।


তবে পরিবারের দাবী রেহেনার স্বামী সাইফুলেই তাকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখেছে।


গৃহবধূর ভাই শাবু অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জমি নিয়ে রেহেনার ওপর নির্যাতন চলিয়ে আসছিল তার স্বামী। রোববার সকালে রেহেনাকে সাইফুল ও তার বন্ধু আখতারুল অনেক মারধর করে। পরে স্থানীয়ারা আমাদের খবর দিলে আমার আসে দেখি আমাদের মেয়ে তার স্বামীর রুমে ঝুলে আছে। আমাদের মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি এর বিচার দাবি করেন।


এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মেয়ের পরিবার হত্যার অভিযোগ তুলেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁ জেলায় প্রায় লক্ষাধিক গৃহপালিত পশু কুরবানী দিয়েছেন ধর্মপ্রাণ মুসলামানরা। কুরবানির পশুর চামড়ায় গরীব-মিসকিনদের হক রয়েছে। উপযুক্ত মূল্যে কুরবানিদাতারা চামড়া বিক্রি করে সেই টাকা গরীব-মিসকিনদের দিয়ে থাকেন। তবে চামড়ার দাম এবার কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন গরীব-মিসকিনরা। আর মাঝখান থেকে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। কুরবানি ঈদের সময় মৌসুমি চামড়া ব্যবসায়ী বা ফড়িয়া ব্যবসায়ীদের আনাগোনা থাকে বেশি। তারা ধারদেনা করে টাকা সংগ্রহ করে চামড়া কিনে থাকেন। লাভের টাকা থেকে আবার তা পরিশোধ করে থাকেন। তারা গ্রামের বিভিন্ন স্থান থেকে চামড়া কিনে চামড়া হাটে বিক্রি করেন। সেখান থেকে বড় বড় চামড়া ব্যবসায়ীরা তাদের কাছ থেকে চামড়া কিনে থাকেন। জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের ২৫০ জনের মতো সদস্য হলেও কুরবানি ঈদে প্রায় আড়াই থেকে তিন হাজারের মতো ফড়িয়া ব্যবসয়ী চামড়া কিনেন। এ ঈদে ফড়িয়া ব্যবসায়ীদের অনেকেই লোকসানের আশঙ্কা করছেন। চামড়া কিনে বিপদে পড়তে হয়েছে তাদের। কেউ কেউ কেনা দামেও চামড়া বিক্রি করেছেন। আবার যারা কুরবানি দিয়েছেন তারাও চামড়ার ন্যায্য দাম পাননি বলেও জানা গেছে। এক কথায় পানির দামে তাদের চামড়া বিক্রি করতে হয়েছে। বুধবার ঈদের দিন বিকেলে ছিল জেলার মান্দা উপজেলার সতিহাটে অস্থায়ী চামড়ার হাট। বাজার ঘুরে দেখা গেছে, বকরির চামড়া ১০-১৫ টাকা, খাসির চামড়া ২০ -৫০ টাকা, বকনা গরুর চামড়া ১৫০-২০০, ষাঁড় গরুর চামড়া ৩০০-৫০০ টাকায় বিক্রি হয়েছে। মহাদেবপুর উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামের মৃত অাকবর অালীর ছেলে শামসুজ্জামান সাজু জানান,এবার অামরা একটি খাশি কুরবানি দিয়েছি। প্রায় তিন কিলোমিটার দূর থেকে অামার বড়ভাই সেতু অসুস্থাবস্থায় ভ্যান ভাড়া করে সতিহাটে চামড়া বিক্রি করতে এসে বড়ই বিপদে পড়েছেন। চামড়ার দাম না থাকায় মাত্র ৪০ টাকায় বিক্রি করতে হয়েছে। ঈদের দিন বিকেলে বৈরী অাবহাওয়ায় বৃষ্টির কারণে এবং রাস্তায় কাদা থাকায় ভ্যানে চড়ে যেখানে যাতায়াত ভাড়াই টাকা ৪০ টাকা। তবে চামড়ার দাম না থাকায় গরীব-মিসকিনরা তাদের পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তিনি। মৌসুমি চামড়া ব্যবসায়ী উজ্জল এবং রুবেল বলেন, এ বছর প্রায় ৫০ হাজার টাকার কাঁচা চামড়া কিনেছেন। চামড়ার হাটে বড় বড় চামড়া ব্যবসায়ীরা না আসায় কিছুটা লোকসানে আশঙ্কা করছেন তারা। মান্দা উপজেলার সতীহাটের চামড়া ব্যবসায়ী অাজাদ মেম্বার এবং বেলাল বলেন, ধারদেনার টাকায় চামড়া কিনে খুব হতাশার মধ্যে পড়েছি। চামড়া পচন রোধে লবণ দিতে হয়েছে। লবণের দামও বেশি। পাইকাররাও তেমন আসছেন না। এ মাল কবে বিক্রি হবে তার কোনো ঠিক নেই। নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মমতাজ হোসেন বলেন, সরকার চামড়ার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তার থেকে ফড়িয়া ব্যবসয়ীরা অনেক বেশি দামে চামড়া কিনেছে। তারা চামড়ার ধরন ও ফুট না বুঝে বেশি দামে চামড়া কেনায় এখন লোকসানের মুখে। ফলে বেশি দামে চামড়া কেনায় কম দামে বিক্রি করতে হচ্ছে। আগামীতে চামড়ার বাজারে ধ্বসের আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

শাহরুক হোসেন আহাদ, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে র‌্যাফেল ড্র অনুষ্ঠানে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে রোবায়েত হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্র গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অব¯্য’ায় স্থানীয়রা প্রথেেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুগীর অবস্থার দ্রæত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে চিকিৎসকরা মাথায় অপারেসন করে ওই স্কুল ছাত্রের মাথা থেকে দুটি গুলি বের করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানায়। এখন প্রযর্ন্ত সে নিবির পর্যবেক্ষনে রয়েছে। চিকিৎসকরা বলছে সে এখনো সংকা মুক্ত নয়। ঘটনার প্রায় ১৮ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘটনার সাথে জরিত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে তবে প্রয়োজনীয় তদন্তের স্বার্থে তার নাম গোপন রাখা হয়েছে। এছাড়াও স্থানীয়রা বলছে আরো চার জনকে থানায় নেওয়া হয়েছে। কেন তাদের কে থানায় নেওয়া হল এব্যাপারে পুলিশ কিছু বলছেনা। তবে মুল রহস্য উৎঘাটনে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। ইতি মধ্যে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে


জানাগেছে, শুক্রবার বিকেলে উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় উদয়ন ক্রিড়া সংসদের ১৪ তম গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট প্রতিযোগিতা শান্তিপূর্ণ ভাবে সুম্পর্ন হয় এই খেলায় গুয়াতা একাদশ ৬ গোলে ক্ষিদ্র কালিকাপুর একাদশকে পরাজিত করে বিজয়ী পুরুস্কার নিয়ে সন্ধ্যার পরই গুয়াতা একাদশ মাঠ ছেড়ে চলে যায়। ঐ ফুটবল খেলা উপলক্ষে উদয়ন সংসদ থেকে র‌্যাফেল ড্র লটারীর আয়োজন করা হলে ফুটবল খেলা শেষে ওই রাতেই প্রায় সাড়ে ১০ টার সময় লটারীর ড্র চলাকালীন সময়ে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরন ও পরে গুলি চালালে ট্রেজের পাশ্বে লটারীর টিকিট হাতে নিয়ে বসে থাকা স্কুল ছাত্র রুবায়েতের মাথায় গুলি বিদ্ধ হলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পরে উপস্থিত উৎসক জনতা গুলির শব্দে দিকবেদিক ছুটছুটির করে চলে যাওয়ার এক পর্যায়ে স্থানীয়রা মাথায় গুলিবিদ্ধ আহত অবস্থায় রুবায়েতকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হলে পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা শনিবার সকাল ১০ টায় চিৎিসকরা মাথায় অপারেসান করে দুটি গুলি বের করেন। বর্তমানে রুবায়েতের অবস্থা স্থিতিশীল থাকায় নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে। গুলিবিদ্ধ রুবায়েত রাণীনগর উপজেলার ভবাণীপুর মন্ডলপাড়া গ্রামের জায়েব আলী মন্ডলের ছেলে সে ঘোষগ্রাম কাফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র বলে জানা যায়।


ঘটনার প্রতক্ষ্যদর্শি আবু তাহের (১৮) জানান, আমি ওই দিন লটারীর টিকিট কিনেছিলাম ফলাফল ঘোষনা করার সময় হটাৎ করে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনা স্থল থেকে দৌড়ে চলে আসি পরে জানতে পারি রুবায়েত নামের এক স্কুল ছাত্র গুলি বিদ্ধ হয়েছে।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ এ এস এম সিদ্দিকুর রহমান জানান, লটারীর ড্র ফলাফল অনুষ্টানে অজ্ঞাত নামা দুবৃত্তরা গুলি চালালে রুবায়েত নামে এক স্কুল ছাত্রের মাথায় গুলিবিদ্ধ হয় বর্তমানে বগুড়ায় চিকিৎসাধীন আছে। এই ঘটনর সাথে জড়িত সন্দেহে একজন কে গ্রেফতার করা হয়েছে। এব্যাপরে রাণীনগর থানায় একটি মামলার প্রত্রিæয়া চলছে। ঘটনার রহস্য উৎঘাটন ও প্রকৃত অস্ত্রধারীকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াাখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা আটক করে।


শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গওড়া মাঠ থেকে ৮৮৮ বোতল ফেনসিডিল আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।


৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে বেনাপোল থানার গওড়া একটি মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আনিস ও মনির এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৮৮৮ বোতল ফেনসিডিল ফেনসিডিল আটক করেন। ।


আটক ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে পাঠানো হবে বলে জানিয়েছেন হাবিলদার আনিস।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক করেছে পুলিশ।শুক্রবার (২৪ আগষ্ট) ভোর রাতে উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়ার মাদক ব্যবসায়ী ফুলছদ্দিনের বাড়ীর সামনে থেকে সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো -খ-১১ - ৮৪৮৪) সহ উক্ত ফেনসিডিলের চালানটি আটক করা হয়। তবে এঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শেখ লুৎফর রহমান জানান, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদে জানা যায় সাদা রংয়ের প্রাইভেটকারে করে ফেন্সিডিলের একটি বড় চালান সীমান্ত পার হয়ে যশোরের দিকে যাচ্ছে। ফেন্সিডিল পাচারের এধরনের সংবাদের ভিত্তিতে সঙ্গীয়ফোর্স নিয়ে পুলিশ প্রাইভেট কারকে ধাওয়া করে। প্রাইভেটকারের ড্রাইভার তা টের পেয়ে পাকশিয়ার মাদক ব্যবসায়ী ফুলছদ্দিনের বাড়ীর সামনে গাড়ী রেখে অন্যান্যরাসহ পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সামনে গাড়ী তল্লাশী করে ৪০০বোতল ফেন্সিডিল ও গাড়ীটি জব্দ করা হয়।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০০বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাওয়ের পীরগঞ্জে পিকনিকের মিনিবাস উল্টে কমপক্ষে অর্ধশত নারী, পুরুষ ও শিশু আহত হয়েছে। তাদের স্থানীয় এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, শনিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার শাটিয়া ঈদগাঁ ময়দান থেকে স্বপ্নপুরিতে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে ৫০/৬০ জন নারী পুরুষ ও শিশু নিয়ে সুরুচি এন্টার প্রাইজ নামে একটি মিনিবাস রওনা দেয়। যাত্রা স্থল থেকে কিছু দুরে যাওয়ার পর সিঙ্গারোল এলাকায় বাসটি রাস্তার ধারে উল্টে পানিতে পড়ে যায়। আহতদের পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে ছেলের লাঠির আঘাতে রেজাউল করিম (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে রুহুল আমীনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের সাহাপাড়া সংলগ্ন উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রেজাউল পেশায় কাঠমিস্ত্রি। কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকালে পারিবারিক কোন্দলের জের ধরে বাবা রেজাউল করিমের সঙ্গে ছেলে রুহুল আমীনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ঈদের টানা ৫ দিনের ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার দ্বিগুন বেড়েছে। স্বজনদের সাথে দেখা সাক্ষাত, চিকিৎসা, ব্যবসা, কেনাকাটা ও বেড়ানোর উদ্দেশে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্য সময়ের চেয়ে দ্বিগুন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ঈদ প্যাকেজে অসংখ্য বাংলাদেশীকে ভিসা দিয়েছে ভারতীয় হাইকমিশন। ফলে ঈদের ছুটির সোম, মঙ্গল ও বুধবার (২০,২১, ও ২২ আগস্ট) তিন দিনে প্রায় ১২ হাজার পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছে। বেনাপোলে পাসপোর্টযাত্রীদের উপচে পড়া ভিড়
ঈদের দিন সকালে চেকপোস্টে গিয়ে দেখা যায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নোম্যান্সল্যান্ড ও পাসেঞ্জার টার্মিনালের সামনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারতে শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের রীতিমত হিমশিম খেতে হচ্ছে। লাইন ঠিক রাখতে বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন। প্রচন্ড রোদে ও খোলা আকাশের নিচে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন কয়েক হাজার নারী শিশু ও পুরুষ। ধীর গতির কারনে দু‘দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন যাত্রীরা।
আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল। বেনাপোল থেকে কলিকাতার দুরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। অল্প সময়ে কম খরচে বেনাপোল পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে যাওয়া যায় কলিকাতা হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে। এ কারনে প্রতিদিন স্থল পথে দুই থেকে আড়াই হাজার পাসপোর্টযাত্রী গমনাগমন করেন এ পথে। তবে ঈদের ছুটিতে পাসপোর্ট যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েকগুন। গত তিন দিনে বুধবার দুপুর পর্যন্ত ১২ হাজার যাত্রী বেনাপোল দিয়ে ভারতে গেছেন। দু‘দেশের কর্তৃৃপক্ষ ইমিগ্রেশনে ও বেনাপোল চেকপোস্ট সোনালী ব্যাংক বুথে জনবল বৃদ্ধি না করায় দীর্ঘ সময় লাগছে পারাপারে।
ঢাকায় চাকরি করেন অমিত কুমার সাহা বুধবার সকালে তার বন্ধুদের সঙ্গে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে জানান, সরকারি চাকরি করি। তাই ঘুরে বেড়ানোর সময় পাই না। এবার ঈদে লম্বা ছুটি পাওয়ায় ভারতে বেড়াতে যাচ্ছি। কয়েকজন আত্মীয় আছে। এ সুযোগে তাদের সঙ্গে দেখাও হবে, বেড়ানোও হবে। কিন্তুু ২ ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে। কখন পার হবো বলতে পারছি না।
রাজধানীর খিলগাও এলাকার বাসিন্দা জামিল হোসেন জানান, নানা শারিরীক অসুস্থতায় ভুগছি। ভারতে গিয়ে ভালো ডাক্তার দেখাবেন। কাজের ব্যস্ততার কারণে এতোদিন সময় করে উঠেতে পারেনি। লম্বা ছুটিতে ব্যস্ততা কম থাকায় এবার এ সুযোগে পরিবারকে সঙ্গে নিয়ে ভারতে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা শেষে ভারতের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরবেন বলে ঠিক করেছেন। ইমিগ্রেশনে যাত্রীদের প্রচুর ভিড় থাকায় পাসপোর্টের কার্যাদি সম্পন্ন করতে আধাঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে তিনি জানান।
ময়মনসিংহের প্রদীপ কুমার জানান, পরিবার নিয়ে ভারত যাচ্ছি। বেনাপোল ইমিগ্রেশন ও সোনালী ব্যাংক বুথে জনবল কম থাকায় তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। যাত্রী যাতায়াত বাড়লেও এসব প্রতিষ্ঠানে জনবল বাড়ছে না। অথচ ভ্রমণকর বাবদ ৫০০ ও বন্দরের টার্মিনাল চার্জ বাদ ৪৫ টাকা করে আদায় করে নিচ্ছে কর্তৃপক্ষ।
বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমাদের ইমিগ্রেশনে কোন সমস্যা নেই। পাসপোর্টযাত্রীদের চাপ বাড়লেও তাদের দুর্ভোগের কথা মাথায় নিয়ে ১৬টি ডেস্কে দ্রæত কাজ করে যাচ্ছে অফিসাররা। এবার ঈদে ভ্রমণপিপাসু মানুষের ভারত ভ্রমণের চাপ অন্য সময়ের চেয়ে একটু বেশি। যাত্রীদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয় এ কারণে ইমিগ্রেশন আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রী সেবা বাড়াতে ইমিগ্রেশন চত্বরে পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন তার জন্য ঈদের ছুটির মধ্যেও জনবল বাড়িয়ে কাজ চলছে চেকপোস্ট শুল্ক তল্লাশি কেন্দ্রে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল-পুটখালী সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হওয়া প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাশাপাশি পুলিশেরও থাকছে বাড়তি নিরাপত্তা।


মঙ্গলবার (২১ আগস্ট) সকালে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ও পোর্টথানা পুলিশ কর্মকর্তারা। ঈদের দিন থেকে পরবর্তী প্রায় একমাস পর্যন্ত এই নিরাপত্তা
জোরদার থাকবে বলে জানান তারা।


২১ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ বলেন, বেনাপোলের পুটখালী সীমান্ত ও এর অধীনস্থ এলাকা দিয়ে যেন কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে তার জন্য সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থাকবে।এদিকে চামড়া পাচার প্রতিরোধে ঈদের দিন থেকে পুলিশের আলাদা ডিউটি থাকবে হবে বলে জানিয়েছেন বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম।


জানা যায়, প্রতিবছর যশোরের ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী এলাকা দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকে। এর আগে পাচারের সময় পুটখালী সীমান্তে বিজিবির হাতে বেশকিছু চামড়ার চালান আটকও হয়েছে। তবে এ বছর এ সীমান্তে ক্রাইম ফ্রি জোন উদ্বোধন ও বিজিবি-বিএসএফের যৌথ টহলে চোরাচালান অনেকাংশে কমে এসেছে বলে জানা যায়।

হাসেম আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সরকার পাড়ায় চাচার দায়ের কোপে নৃশংসভাবে খুন হয়েছে ভাতিজি বনবাসী বর্মন(৪৫)। এঘটনায় পুলিশ খুনি চাচা ধর্ম বর্মনকে আটক করেছে।
মঙ্গলবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
নিহত বনবাসীর স্বামী জগেশ বর্মন জানায়, ভোরে ঘর থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী পাশের একটি বাঁশঝাড়ের নিচে বসে ছিল। এসময় পিছন থেকে অতর্কিত ধারালো দা দিয়ে হামলা চালায় চাচা ধর্ম বর্মন। এতে ঘটনাস্থলেই নৃশংস ভাবে খুন হয় ভাতিজি বনবাসী।
এ সময় তাকে বাঁধা দিতে গেলে বনবাসীর স্বামী জগেশ, ছেলে গৌরব দায়ের কোপে জখম হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই দৌলা ঠাকুরগাঁওয়ের খবর ডট কমকে জানান, ঘটনাস্থল থেকে হত্যা কাজে ব্যবহৃত দা ও আসামী ধর্ম বর্মনকে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা (পিপিএম) সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নওযোয়ান সমিতির মাঠে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পাদনের যাবতয়ি ব্যবস্থা গ্রহন করেছে। ইতিমধ্যে মাঠে সুদৃশ্য প্যান্ডেল নির্মান করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যনার টানানো হয়েছে। সরকারী, বেসরকারী ও স্বায়ত্ত¡শাসিত ভবনসমূহে আলোকসজ্জা করনরে কাজ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় এই মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মওলানা আলহাজ্ব আব্দুল মজিদ এই জামাতে ইমামতি করবেন।


আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎযাপনকে কেন্দ্র করে নওগাঁ জেলা পুলিশ শহরে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। সাধারন মানুষ, ক্রেতা এবং ব্যবসায়ীরা যাতে নিরাপদে চলাচল এবং নিশ্চিন্তে ক্রয় বিক্রয় করতে পারে সে জন্য শহরে ব্যপক সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নির্দেশে এবং তাঁরই নেতৃত্বে এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার সতর্কতামুলক ব্যবস্থার অংশ হিসেবে নওগাঁ শহরের মুক্তিরমোড়, ডিগ্রি কলেজের মোড়, তাজ সিনেমা হলের মোড়, ঢাকা বাস টার্মিনাল, কালিতলা মোড়, বালুডাঙ্গা বাস টার্মিনাল, ব্রীজের মোড়, গীতাঞ্জলী শপিং কমপ্লেক্স মোড়, বাজার এলাকা, গোস্ত হাটির মোড়সহ মোট ১৫টি স্থানে পুলিশের অবস্থান সুদৃঢ় করা হয়েছে।


প্রতিটি পয়েন্টে যে কোন একজন অফিসারের নেতৃত্বে পুলিশের এই টীম রাস্তার পার্শ্বে অবস্থান নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে। সন্দেহজনক কোন ব্যক্তি বা গাড়িতে তল্লাশী চালানো হচ্ছে। দ্রতগতিতে মোটর সাইকেল বা গাড়ী চালানো হচ্ছে কি না তা দেখা হচ্ছে। এ ছাড়াও অবৈধ কোন মোটরসাইকেল বা যে কোন ধরনের যানবাহন চলাচল করছে কি না তাও গুরুত্বে সাথে দেখা হচ্ছে।


অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক জানান আসন্ন ঈদের সকল আয়োজনে এবং সকল কর্মকান্ডে যাতে সাধারন মানুষ নিরাপদে নির্বিঘেœ চলাফেরা করতে পারে এবং ঈদকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই ব্যবস্থা। তিনি আশা করেন এ বছর জেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। মানুষ অত্যন্ত শান্তিপূর্নভাবে ঈদ উদযাপন করবেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি বলেছেন, সমাজে কোনো জাতিগোষ্ঠী পিছিয়ে থাকলে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে না। এ কারণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিছিয়ে থাকা জাতিগোষ্ঠীর মানুষদের ভাগ্য উন্নয়নের কথা ভাবছেন এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছেন। তাদেরকে এগিয়ে নিতে অর্থ সহায়তার হাত প্রশস্ত করে রেখেছেন প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন বিষয় নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিচর্চারও নির্বিগ্ন সুযোগ করে দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার লক্ষে পথ চলছে সরকার। এই জন্য অনেকদিনের অব্যবস্থাপনা ভেঙে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, মান্দা মমিন শাহানা সরকারি কলেজ অধ্যক্ষ বেদারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোরঞ্জন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু প্রমুখ।
মন্ত্রী একই অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মসজিদ ও মন্দিরে চেক ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদ্যুতের নতুন সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী এর আগে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাষ্টাররোলে নিয়োগকৃত কর্মচারীদের মাঝে বেতন ও উৎসবভাতা প্রদান করেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২৩ বোতল বাংলামদসহ শ্রী: কাঞ্চন কুমার (২০) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। সোমবার উপজেলা সদরের রেলষ্টেশনের সিএনজি ষ্ট্র্যান্ড থেকে তাকে আটক করা হয়।


আটককৃত কাঞ্চন কুমার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের শ্রী: রতন চন্দ্রের ছেলে ও রাণীনগর শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, কাঞ্চন কুমার মাদক ব্যবসা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাংলামদসহ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ২৩ বোতল বাংলামদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: আসন্ন ঈদুল আযহাকে ঘিরে কোরবানির পশু জবাইয়ের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। একদিকে হাপরে আগুনের শিখা অন্যদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি, চাপাতি, হারকাটি। শহর-গ্রাম সবখানেই কামাররা সমান ব্যস্ত পুরোনো দা, ছুরি এবং বঁটিতে শাণ দিতে। আবার মোটর চালিত মেশিনে শান দেয়ার কাজ চলছে পুরানোগুলোর। কেউবা ব্যস্ত নতুন নতুন দা-ছুরি তৈরিতে। তাই দম ফেলার যেন সময় নেই তাদের। সারা বছর অনেকটা অলস সময় পার করা কামাররা ব্যস্ততার ভিড়ে এখন অতিরিক্ত দরদাম করে সময় নষ্ট করতেও আগ্রহী নন। মান্দা এবং মহাদেবপুর উপজেলার বিভিন্ন কামারদের দোকান ঘুরে দেখা যায়, কোরবানিদাতারা কোরবানির পশু কাঁটাছেড়া করার জন্যে পরিবারের ব্যবহৃত ও অব্যবহৃত সবক’টি দা ছুরি অার বটি শাণ দেয়ার জন্যে নিয়ে আসছে কামারদের কাছে। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কামারদের বিরামহীন ব্যস্ততা। উপজেলার বিভিন্ন বাজারে কামারের দোকানগুলো ঘুরে দেখা গেছে, অনেকেই এসব দোকানে আসছেন। মমহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের তকিমদ্দিনের ছেলে রেজাউল নামের একজন ক্রেতা জানান, কয়েক দিন আগে একটা চাপাতি এবং বড় চাকু দিয়েছি। তা তৈরি না হওয়ায় ১ঘন্টা বসে থেকে তা তৈরী করে নিলাম। হার্ডওয়্যারের দোকানগুলোতে এবং কামার পট্টিতে ক্রেতাদের ভিড় বেড়েছে। অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমি কর্মচারীর সংখ্যাও বেড়েছে। পোড়া কয়লার গন্ধ, হাপরের হাঁসফাঁস আর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে চকচকে ধারালো দা, চাপাতি, ছুরি, বঁটিসহ নিমিষে মাংস কাটা-কুটার উপকরণ। জেলা সদর ও উপজেলার কামারের তৈরীকরা দা,ছুরি,বটি, হারকাটির (হার্ডওয়্যারের) দোকানগুলোতে কারিগরদের যেমন ব্যস্ততা বেড়েছে তেমনি বেচাবিক্রি করতে গিয়েও গলদগর্ম হয়ে পড়ছেন বিক্রেতারা। মান্দা উপজেলার সতীহাটে গনেশপুর গ্রামের নরেশ কর্মকারের ছেলে নয়ন কর্মকার এবং তার ছেলে প্রদীপ কর্মকারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০ বছর যাবৎ নয়ন কর্মকার এই পেশায় নিয়োজিত। তিনি অারো জানান,স্প্রিং লোহা ও কাঁচা লোহা সাধারণত এ দুই ধরনের লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয়। সতীহাটে মেশিনে শান দেয়ার কাজে ব্যস্ত কুলিহার গ্রামের মৃত হাফেজের ছেলে অাশরাফুল জানান, বাবার মৃত্যুর পর হতে তিনি দীর্ঘ ১৮বছর যাবৎ বাবার পেশা কাঁচিতে দড়িটানা শান দেয়ার পাশাপাশি বর্তমানে মেশিনে দা,বটি,চাকু,ছুরি, হারকাটিতে শান দিয়ে জীবিকা নির্বাহ করতিছেন। সতীহাটের দিলিপ হার্ডওয়্যারের মালিক দিনেন্দ্রনাথ এবং রুস্তম অালী জানান,স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো, দামও বেশি।#

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রেজা আহমেদ (৪০) নামে এক ভ‚য়া ডিজিএফআই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মুক্তিরমোড় এমপির অফিস থেকে তাকে আটক করা হয়। আটক রেজা আহমেদ শহরের খাস-নওগাঁ মহল্লার মৃত নাজিম উদ্দিনের ছেলে। গ্রামের বাড়ি জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামে। ঘটনায় নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল বাদী হয়ে রবিবার থানায় একটি মামলা করেন।


জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের অফিসে যান রেজা আহমেদ। এসময় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে এমপির সাথে কথা বলেন। আগামীতে এমপির অবস্থান খারাপ এমন মন্তব্য করে উপর মহলে একটি রিপোর্ট পাঠাবেন বলে জানান। তবে রিপোর্টটি এমপির পক্ষে করে দিবে এমন শর্তে মোটা অংকের টাকা দাবী করেন রেজা আহমেদ। এসময় এমপির মনে সন্দেহ জাগে এবং মোবাইলে সদর থানায় বিষয়টি অবগত করেন। পরে থানা পুলিশ গিয়ে তাকে আটক করে।


আরো জানা যায়, রেজা আহমেদ বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারন মানুষের মাঝে ভয়ের সৃষ্টি করেন। গোয়েন্দা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি অফিস, প্রতিষ্ঠান ও ব্যাক্তির কাছ থেকে চাঁদা আদায় করত। দীর্ঘদিন থেকে এ প্রতারনা করে আসছেন। এক সময় ডিজিএআই এর সোর্স হিসেবে কাজ করত বলেও জানা গেছে।


তবে নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও মামলার বাদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল এ বিষয়ে কোন মন্তব্য করতে চান না।


নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার আয়ু আব্দুল আনাম বলেন, ডিজিএফআই এর ভ‚য়া পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে রেজা আহমেদ প্রতারনা করে আসছিল। নওগাঁ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের অফিসে গিয়ে চাঁদা চাওয়ায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৯৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  ররিবার সকাল ১০টার দিকে শহরের বাইপাস মলফেলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার রজাকপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে রাজু (২৯) ও পাঁচবাড়িয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে (৫২)।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদে জানা যায় একটি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর করে জেলার ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে মাদক বহন করে শহরের দিকে আসছে। এ তথ্যের উপর ভিত্তি করে শহরের বাইপাস মলফেলা এলাকায় পুলিশ অবস্থান করে। তাদের দেখে সন্দেহ হওয়ায় রাস্তার উপর থামিয়ে মোটরসাইকেল তল্লাসি করা হয়। এসময় ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড় থেকে একটি র‌্যালী বের করতে চাইলে পুলিশি বাধা দেয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে: কর্নেল অব: আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, প্রচার সম্পাদক শহীদুল আলম পবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন ও সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে স্বেচ্ছাসেবক দলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নওগাঁ (মান্দা) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম (৩৫) নামে এক-মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার বাউরি বিল্লি গ্রামের সামসুদ্দিদের ছেলে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মান্দাঁ-নিয়ামতপুর সড়কের উপজেলার বালুবাজার মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে জাকিরুল নিয়ামতপুরে কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মান্দাঁ-নিয়ামতপুর সড়কের উপজেলার বালুবাজার মোড় নামক স্থানে পৌঁছলে নওগাঁ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে চলা ট্রাকের সাথে-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। খবর পেয়ে উপপরিদর্শক ফহিম উদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তবে ট্রাকটি ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।


মান্দা থানার চলতি দায়িত্বে পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। বালুবাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মো: আমজাদ হোসেন (৬৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার উওর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমজাদ ওই গ্রামের বাসিন্দা। তিনি উওর গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার।


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মহাদেবপুর বাজার থেকে দুপুরে ইজিবাইকে চড়ে বাড়িতে যাচ্ছিলেন আমজাদ। পথে উওর গ্রামের মোড়ে পৌঁছলে একটি বাইসাইকেলকে সাইট দিতে গিয়ে ইজিবাইকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ মারা যান।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।  রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে রিসোর্স ইন্টিগ্রেশান সেন্টার রিক এর আয়োজনে দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার এমপি। মোট ১০জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, রিক এর জোনাল ম্যানেজার আব্দুল আলীম, এরিয়া ম্যানেজার আবুল হোসেন, শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম ও সেলিম রেজা, সহকারি কারিগরি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আ'লীগ নেতা ওবায়দুল হক সরকার প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ভাড়া ভিত্তিক কৃষি যন্ত্র সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে জাহানপুর ইউনিয়নের অন্তর্গত মসলাপাড়া আইসিএম ক্লাব প্রাঙ্গনে ধান কাটা মাড়াই, হালচাষ ও রোপন মেশিনের সেবা কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী। বিভিন্ন মেশিনের কারিগরি দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন কৃষি প্রকৌশলী মাজহারুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার আলেফ উদ্দিন, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আইসিএম ক্লাবের মুক্তার হোসেন প্রমুখ।

হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ভারতীয় গরু না আসলেও দেশীয় গরু দিয়েই জমে উঠেছে তিনটি বড় বড় কোরবানির পশুর হাট। খামারীরা সারা বছর অনেক কষ্ট করে ভালো দামের আশায় গরুগুলো এ সব হাটে তুলেছে।

ক্রেতারাও তাদের পছন্দের গরুটি কেনার জন্য পশুর হাটে ভীড় করছেন। এ বছর ভারতীয় গরু না আসায় দেশীয় খামারীরা ভালো দামের আশা করছেন। এবারে ঈদে হাটে যে সব গরু আসছে তার সবগুলোই প্রাকৃতিক ভাবে মোটাতাজা করন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার মধ্যে গড়েয়া, বড় খোঁচাবাড়ি ও চৌধুরী হাট এসব পশু হাটে গরু পাওয়া যাচ্ছে। এর মধ্যে সব চেয়ে বড় পশুর হাট হল গড়েয়া হাট। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মৌসুমী ব্যবসায়ীদের ভিড়ে জমে উঠেছে এ সকল পশুর হাট। ছোট ও মাঝারি সাইজের গরুর সরবরাহই সবচেয়ে বেশি। ২০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যেই মিলছে পছন্দের গরু।

আজ রবিবার দুপুরে গড়েয়া হাট ও গতকাল শনিবার বড় খোঁচাবাড়ি হাটে  গিয়ে দেখা গেছে, কোন প্রকার ভারতীয় গরুর দেখা মেলেনি। শুধুই দেশীয় গরু দিয়ে জমে উঠেছে পুরো হাট। ক্রেতা-বিক্রেতাদের ঢলে মুখরিত বালাহাট বাজার।

হাট শেষে রাত ৯ টায় ইজারাদার জানান, কোন ঝামেলা ছাড়াই পশুর হাটে ক্রেতা- বিক্রেতারা আনন্দ উৎসবের মাঝে তাদের পছন্দের গরু ও ছাগল কিনেছেন। তিনি জানান হাটে ১৫৭ টি গরু ও ১১৫ টি ছাগল কেনা বেচা হয়েছে।

গরু বিক্রেতা আবুল বাশার বলেন, তিনি কোন ঝামেলা ছাড়াই বাড়ীর একটি দেশীয় গরু ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। ভারতীয় গরু না আসায় এ বছর কোরবানির ঈদে গরুর দাম ভালই পেলাম।


এ ব্যাপারে সদর উপজেলার প্রাণী সম্পদ অফিস সুত্র জানায়, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ২২৮ জন খামারি ৪৩০ টি গরু ও ৫০ টি ছাগল ছাড়াও আরোও অনেক খামারীরা গরু-ছাগল প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করেছেন। অনেক আগে থেকেই উপজেলার খামারীরা যাতে কোন প্রকার ঔষুধ ব্যবহার না করে সে বিষয়ে তাদের পরামর্শ প্রদানসহ সরেজমিনে গিয়ে তদারকি করা হয়েছে। সেই সাথে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কোরবানির পশুর হাট গুলোতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ জানান, পশু হাটগুলোতে  জাল টাকা সনাক্তকরণ টিম রয়েছে এবং কোরবানী পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল শিকড়ি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্হায় ভারতীয় ৫৪০ পিচ জামদানী সিল্ক শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৯ আগস্ট) রাত ২.৩০ মিনিটে বেনাপোলে শিকড়ি সীমান্তের একটি মাঠ থেকে শাড়ীর চালানটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবি সদস্যরা।


৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে একদল চোরাচালানী বিপুল পরিমান ভারতীয় শাড়ী পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে। এমন সংবাদে বেনাপোল আই সিপি ক্যাম্পের  নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল শিকড়ী  মাঠ এলাকায় অবস্হান নেয়। এ সময় সেখান থেকে পরিত্যাক্ত প্যাকেট ভর্তি শাড়িড় চালান জব্দ করে। ঘটনাস্থল থেকে প্যাকেট গুলো তল্লাশি করে  ৫৪০ পিচ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা।


জব্দকৃত শাড়ির চালানটি  বেনাপোল কাস্টমসে আটক শাখায় জমা করা হবে বলে তিনি জানান।

শান্তিতে নোবেল জয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতিসংঘের সপ্তম এই মহাসচিব।


মৃত্যুর খবর প্রকাশের পর এক শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবকল্যান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কফি আনানের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন।


এছাড়া মিয়ানমারের নিপীড়িত জনগোষ্ঠি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের কথা উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।


উল্লেখ্য, জাতিসংঘের প্রধান হিসেবে মানবিক কাজের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ঘানান বংশোদ্ভূত কফি আনান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।


কফি আনানই প্রথম কোনো আফ্রিকান; যিনি বিশ্বের শীর্ষ এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত।


১৯৩৮ সালের ৮ এপ্রিল সাবেক ব্রিটিশ কলোনি ঘানায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি।


১৯৬২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা অফিসে কাজ শুরুর মাধ্যমে জাতিসংঘে প্রবেশ করেন কফি আনান। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এই সংস্থাতেই বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।


এ ছাড়া মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানে তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে জাতিসংঘ। আনান কমিশন দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশ করেছে। যা বাস্তবায়িত হলে রোহিঙ্গা বর্তমান পরিণতি ভোগ করতে হতো না।


২০০১ সালে জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশে সফর করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget