নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা নওগাঁ জেলা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সালামকে সভাপতি এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনকে সাধারন সম্পাদক মনোনীত করে নতুন কমিটি অনুমোদন লাভ করেছে।
দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের মহা-পরিচালক (প্রতিরোধ) মাহমুদ হাসান স্বাক্ষরিত পত্র নং দুদক / গবে:/পুনর্গঠন /২/২০১৭/১৮৮৫০ তারিখ: ১১/০৬/১৮ মোতাবেক এই কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি পদে ডা: মোঃ আব্দুর রব আজাদ ও শেখ মোয়াজ্জেম হোসেন। কার্যকরী সদস্যরা হলেন, লায়লা আরজুমান্দ বানু, নিঘাত আরা চন্দনা, মোল্লা মোতাহারুল ইসলাম, রোটারিয়ান ইঞ্জনিয়ার চন্দন দেব, মোর্শেদা ইফেদ বান, আফাজ উদ্দিন মোল্লা, রাবেয়া খাতুন বেলী, আকতার বানু এবং সুকৃতি সরকার। আগামী ৩ বছরের জন্য নওগাঁ দুর্নীতি প্রতিরোধ কমিটির এই পরিষদ গঠন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন