নওগাঁয় বিসিএস শিক্ষকদের মানববন্ধন

আবু রায়হান রাসেল, নওগাঁ: কর্মস্থলে নিরাপত্তা চেয়ে নওগাঁয় মানববন্ধন করেছেন বিসিএস শিক্ষকরা। সকালে নওগাঁ সরকারী কলেজের সামনে বিসিএস সাধারন শিক্ষা সিমিতির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, ক্রমেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশংকা জনক ভাবে শিক্ষক নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষকদের জন্য অনিরাপদ হয়ে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।


স¤প্রতি পাবনার ঈশ্বর্দী সরকারী কলেজে শিক্ষকদের উপড় বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও দোষিদের শাস্তি দাবি করেন মানববন্ধনকারীরা। একইসাথে কর্মস্থলে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন শিক্ষক নেতৃবৃন্দ।


মানববন্ধনে নেতৃত্বদেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির নওগাঁ ইউনিটের সাধারন সম্পাদক মো: সারওয়ার জাহান। এছাড়া নওগাঁ সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহা, প্রফেসর ড. বেল্লাল হোসেন, জালাল উদ্দিন প্রামানিক, এসএম মোজাফ্ফর হোসেন, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ড. মো. শামসুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মোত্তালেব, আরবি ও ইসলামশিক্ষা প্রভাষক রবিউল আউয়াল প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


অপরদিকে, একই সময়ে নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ইউনিটের সাধারন সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানের নেতৃত্বে কলেজের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হাসান, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক প্রামানিক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানসহ কলেজের সকল শিক্ষকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।


মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারী কলেজে কর্মরত বিসিএস শিক্ষক অংশ নেন। এর আগে তারা স্ব-স্ব প্রতিষ্ঠানে একত্রিত হয়ে কালোব্যাচ ধারন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget