মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ ভারতে ১৭ মাস জেল খেলে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ১৪ তরুন। মঙ্গলবার বেলা ৩ টার সময় ভারতের বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসারা হলো ঃ-রাজশাহী জেলার আব্দুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর,আফছার আলীর ছেলে আব্দুল হাকিম,হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন,কামাল হোসেনের ছেলে আবদুল হালিম,গোলাম নবীর ছেলে বাবু,আলাউদ্দিনের ছেলে আজিজুল হক,আলমের ছেলে জহুরুল,ফজলুর রহমানের ছেলে শহিদুল,আক্তার আলীর ছেলে ইকবাল হোসেন,আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা,আশরাফুলের ছেলে সুমন,নওশাদ আলীর ছেলে জহিরুল,আশরাফুল ইসলামের ছেলে মোমিন,আব্দুর রহমানের ছেলে ফুলাল হোসেন। এদের বয়স ১৭ বছর থেকে ২৪ বছর পর্যন্ত।
বেঙ্গালুর শহরে যাওয়ার ১ থেকে ২ মাসের ভিতর আমরা সেদেশের পুলিশের কাছে ধরা পড়ি। পরে পুলিশ আদালতের মাধ্যমে আমাদের জেল হাজতে পাঠায়। আমরা ধারওয়া সেন্ট্রাল জেলে ১৭ মাস জেল খেটে আজ দেশে ফিরেছি।
বেনাপোল পোর্ট থানার এ এসআই শাহিন ফরহাদ বলেন, এরা ভারতে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনায় চিঠি চালাচালির এক পর্যায়ে সেদেশের সরকার বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে পাঠায়। ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.