বাবুল আখতার রানা, নওগাঁ: নওগাঁ শহরের ঐতিহ্যবাহী পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমার্ধে সকাল ১০টার দিকে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএম স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মো: রায়হান শামীম। অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দীন, জাতীয় মহিলা সংস্থা নওগাঁ শাখার চেয়ারম্যান নারী নেত্রী শাহনাজ মালেক, নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা আরজুমান্দ বানু প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। দ্বিতীয়ার্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন