নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির উদ্যেগেসারা দেশে দাদন (সুদের) ব্যবসা বন্ধে কঠোর আইন প্রণয়ন, ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর ও ফাঁকা চেক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে মানব বন্ধন কর্মসুচি পাল করেছে।
নওগাঁ জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে কোট চত্বরে রোববার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যপি এই মানববন্ধনে নওগাঁয় সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ, সুজনের উপদেষ্টা আতিক রহমান, সহ সভাপতি তোফজ্জল হোসেন লাইলা আরজুমান্দ, যগ্ম সম্পাদক রেজাইন নবী সান্ডু, জান্নাতুন পেরদৌস মুন্নি, মাসুদ রানা দোলন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মতিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক খোশ নাহার মৃধা, জাসদ নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন মুরাদ প্রমুখ। বক্তারা সারা দেশে দাদন (সুদের) ব্যবসা বন্ধে কঠোর আইন প্রণয়ন, ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর ও ফাঁকা চেক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা সহ গ্রামে গ্রামে সুদ খোরদের তালিকা করে তাদের আইনের আওতায় আনার দাবি করে শেষে কোট চত্বরে বিক্ষোব করে। এছাড়া প্রতিটি এলঅকাতে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
(ভিডিও):- নওগাঁয় সুজনের উদ্যেগে সুদের ব্যবসা বন্ধে আইন প্রণয়নের দাবিতে মানব বন্ধন
একটি মন্তব্য পোস্ট করুন