নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া থেকে মো. সবুজ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গত সোমবার দুপুরে তাকে আটক করা হয়। সবুজ উপজেলার পার বোয়ালিয়া স্কুলপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন জানান, সোমবার দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে সবুজের বাড়ি থেকে ২৬ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়। সবুজ এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে। আটকের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন