নওগাঁয় নতুন ব্যান্ড সংগীত সংগঠন ‘সিগনেচার মিউজিক্যাল ব্যান্ড’র আত্মপ্রকাশ

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় ‘সিগনেচার মিউজিক্যাল ব্যান্ড’ নামের একটি নতুন সংগীত সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত শনিবার রাতে শহরের বাইপাস সড়কের ফতেপুর মোড়ের এক বাড়িতে এই সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ নিউ এক্সপেরিয়েন্স শ্লোগান নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।


নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ পৌরসভার ১ ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নাসিমা খাতুন চায়না এবং ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক সংগীত শিল্পী ডাঃ তৌহিদুর রহমান।


সংগঠনের অন্যতম উদ্যোক্তা সারোয়ার জাহান সাগর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যান্ড লিডার রহিদুল ইসলাম রাইপ, গিটারিষ্ট রওনক ও বেইজ গিটারিষ্ট তুহিন।


পরে আয়োজিত সংগীতানুষ্ঠানে সংগীত পরিবশেন করেন মোঃ কায়েস উদ্দিন, নাসিমা খাতুন চায়না, ডাঃ তৌহিদুর রহমান, সাগর, জনি, সূচী, রতœা, চন্দন এবং শিপলু।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget