নওগাঁ প্রতিনিধি: শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নওগাঁয় জেলা পুলিশের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ সদর মডেল থানা চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে একযোগে জেলার ৯৯ টি ইউনিয়নে প্রায় ৩হাজার বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ, সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, সহকারী পুলিশ সুপার লিমন রায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার সুমাইয়া আক্তার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, ডিআইও-১ মোসলেম উদ্দিন, টিআই সারোয়ার হোসেন, ওসি তদন্ত আনোয়ার হোসেন, বিশিষ্ট নৃত্য শিল্পি শিঞ্জিত ইসলাম খান সহ পুলিশ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন শেষে শহীদদের আতœার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন