জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন। শনিবার রাত ৮টায় তাকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক এম. এ. রাজ্জাক খান বিষয়টি জানিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) খালেদ আখতার, মো. আমির হোসেন ভূঁইয়া প্রমুখ।হুসেইন মুহম্মদ এরশাদকে বিমান বন্দরে স্বাগত জানান, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এস,এম আবদুল মান্নান, নাসরি জাহান রত্মা এমপি, আজম খান, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টুসহ অনেকেই।
একটি মন্তব্য পোস্ট করুন