মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে ৪২৫ গ্রাম গালা স্বর্ন সহ কলকাতার সোনার পুর থানার জগদিপোতা গ্রামের শ্রী হিরা চাওর ছেলে শ্রী সুজির চাও (৩৫)ও কলকাতার হাওড়া থানার আইসি বসূ রোড এলাকার শ্রী রামপ্রসাদের ছেলে শ্রী সদানন্দ (৫৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তাদের পাসপোর্ট নম্বর জেড-৩৪৬৯৫৫৩ ও জেড-৩৫৪৭১৫৫।
শুক্রবার (২০ জুলাই) সকাল ৯ টার সময় বেনাপোল আমড়াখালী বিজিবি সদস্যরা এই অভিযান পরিচালনা করে সোনা আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি ঢাকা-বেনাপোল গামী একটি পরিবহনে কয়েকজন সোনা পাচারকারী সোনার একটি চালান নিয়ে বেনাপোল দিয়ে ভারতে যাবে । এ ধরনের সংবাদের ভিত্তিতে ওই পরিবহন আমড়াখালী বিজিবি পোষ্টে আসলে তার গতি রোধ করে তল্লশী চালিয়ে ৪২৫ গ্রাম স্বর্ন সহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বেনাপোল আমড়াখালী বিজিবি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ৪২৫ গ্রাম সোনাসহ দুই ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.