নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় ‘বদলগাছী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরে ছোট যমুনা নদীর তীরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর ফলকের উন্মোচন করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আলী বেগ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজার রহমান, স্বেচ্ছাসেবক লীগ ফেরদৌস হোসেন বাবু, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মালিহা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন