মাসুদুর রহমান রতন, নওগাঁ: বুধবার নওগাঁর পুরাতুন কালেক্টরেটর মাঠে বালক-বালিকাদের অনুর্ধ ১৬ ‘গ্রামীন খেলাধুলা’ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-২০১৮ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে মোট ৬০ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ। এ উপলক্ষে আয়োজিক এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস, এম আসিফ। বিভিন্ন বিদ্যায়ের শিক্ষক, প্রতিেিযাগিদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান।
একটি মন্তব্য পোস্ট করুন