নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বেসরকারী সংগঠন মানবিক সাহায্য সংস্থার পক্ষ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গত বুধবার বিকেলে শহরের সংস্থার কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুসতানজিদা পারভীন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার প্রোগ্রাম অফিসার মো: জাহাঙ্গীর আলম, এরিয়া ব্যবস্থাপক মো: শহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. হিরণ আলী, মো. বাহদুর হোসেন, মো. ওমর ফারুক ও মো. রহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য এরিয়ার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে উক্ত সংস্থার উপকারভোগীর মেধাবী সন্তানদের মাঝে অষ্টম শ্রেণী হতে ¯œাতকোত্তর পর্যায় পর্যন্ত শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন