নওগাঁর বদলগাছীতে ভটভটি-পিকআপের সংঘর্ষে নিহত-১

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে ভটভটি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল হোসেন (২৫) নামে একজন যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বদলগাছী-নওগাঁ সড়কের থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার রাধানগর গ্রামের আরশাফ হোসেনের ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকালে জয়পুরহাট থেকে ভটভটিতে করে নওগাঁ আসছিলেন উজ্জ্বল। পথে বদলগাছী উপজেলার থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যায় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পিকআপ ভ্যান ও ভটভটি আটক করে। এব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget