মায়ানমার সীমান্ত রক্ষী বাহিণীর ৯ সদস্য বেনাপোল চেকপোস্ট পরিদর্শন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: মায়ানমার সীমান্ত রক্ষী বাহিণীর পুলিশ’র ৯ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। মায়নমার সীমান্ত রক্ষীবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাইও থান।বর্ডারগার্ড বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মামুন প্রতিনিধি দলকে ফুল দিয়ে শূভেচ্ছা জানান।


পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিণী (বিএসএফ) এর ৬৪ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার রাভি ভুশন মায়ানমার সীমান্ত রক্ষী বাহিণীর প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভচেছা জানান। মায়ানমার সীমান্ত রক্ষীবাহিণী, বিজিবি ও বিএসএফ যৌথভাবে বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ রিট্রিট সিরিমনি(যৌথ কুচকাওয়াজ) উপভোগ করেন। আগে প্রতিনিধি দলটি বেনাপোল বিজিবি ক্যাম্পে বিজিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিমিয় করেন।


প্রতিনিধি দলে মায়ানমার সীমান্ত রক্ষীবাহিণীর পক্ষে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মাই ইন থ , ডাইরেক্টর অব ডিফেন্স ইউ থেট , কর্ণেল মাই ইন নল ,মিনিস্ট্রী অব ডিফেন্স, লে. কর্নেল মাই ইন খো থু , মিনিস্ট্র অব এফিয়ার্স। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুল ইসলাম,৪৯ বিজিবির কামান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক, আরআইবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খবির উদ্দিন। পরে প্রতিনিধি দলটি খুলানর উদ্দেশ্যে রওয়ানা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget