সান্তাাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌর শহরে ও আদমদীঘি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুইটি লাইব্রেরী থেকে বিপুল নিষিদ্ধ গাইড বই জব্দ ও মালিকদের জরিমানা করেছে। গত সোমবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন। সুত্র জানায়, ভ্রাম্যমান আদালত এবং সান্তাহার ছাত্রবন্ধু লাইব্রেরী হতে ১ম শ্রেনি হতে ৮ম শ্রেনি পর্যন্ত বিক্রি নিষিদ্ধ গাইড বই ও জব্দসহ ১ হাজার টাকা জরিমানা এবং একই শ্রেনির ৬৯পিস গাইড বই আদমদীঘির মা লাইব্রেরী থেকে জব্দসহ ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সান্তাহার রেলগেটে এক বাস চালকের কোন বৈধ কাগজপত্র না থাকায় তারও ১হাজার টাকা জরিমানা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন