নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৪ জন জাল বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার টাকা জরিমানা ও প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া বিনতে তাবিব ও সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার বুধবার বিকেলে উপজেলার আবাদপুকুর হাটে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলেন।


অর্থদন্ড প্রাপ্তরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গার মীরপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো: দুলাল (৩৬), একডালা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে মো: মিলন (২৫), খাজুরা গ্রামের তায়েব আলীর ছেলে মো: মুনির (২১), মেহের আলীর ছেলে মো: মোমিন (২৮)। তাদের ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এদিন উপজেলার আবাদপুকুর হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির সময় প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।


রাণীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাকসুদুর রহমান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহিত কর্মসূচির অংশ হিসাবে এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। তবে আগামীতেও এই রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget