রাণীনগরে আবাদপুকুর মহাবিদ্যালয়ে বিভিন্ন সামগ্রী প্রদান

এফ এম আবু ইউসুফ, রাণীনগর, নওগাঁ: নওগাঁর রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আবাদপুকুর মহাবিদ্যালয়ে বিভিন্ন প্রকার সামগ্রি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন সামগ্রিগুলো প্রদান করা হয়।
অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিএম মাসুদ রানা (জুয়েল) জানান, কালীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে এল,জি,এসপি প্রকল্প -৩ এর আওতায় মহাবিদ্যালয়ের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংরক্ষন ও ব্যবহার করার লক্ষে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে একটি আলমারী,দু’টি শোকেস, তিনটি টেবিল, একটি ফুটবল ও দুই সেট ক্রিকেট সামগ্রিসহ প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন সামগ্রি হস্তান্তর করা হয়েছে। এদিন দুপুরে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল মহাবিদ্যালয়ে তার কাছে ওই সামগ্রিগুলো হস্তান্তর করেন। এসময় পরিষদের মেম্বার হেলালুজ্জামান হেলু মন্ডল,মোফাজ্জল হোসেন বাচ্চু,শহিদুজ্জামান রুবিনসহ পরিষদের মেম্বার ও মহাবিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget