মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ।
মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ৯টার সময় পুটখালী গ্রামের পশ্চিম পাড়ার একটি মুরগীর খামার থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায় গোপন সংবাদে জানতে পারি সীমান্তের পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত মুরগীর খামারে কতিপয় ব্যক্তি অস্ত্র বেচা-কেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়। এ সময় ওই স্থান থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন