নওগাঁ সরকারী কলেজে নবীন বরন ও অধ্যক্ষের বিদায় অনুষ্ঠান

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ সরকারী কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে একই সাথে সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম এ ছালেক-এর বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: মোস্তাফিজার রহমান।
এ অনুষ্ঠানে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, বিদায়ী অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম এ ছালেকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ছাত্রনেতৃবৃন্দ।
এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো: আব্দুল মালেক কলেজের ইংরাজী ল্যাংগুয়েজ ক্লাব এবং কলেজ লাইব্রেরীতে পাঠচক্রের উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget