নওগাঁর মান্দায় ট্রাক্টরচাপায় বাবা-মেয়ে নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মান্দা উপজেলার ঘাটপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নিয়ামতপুর উপজেলার বামইন জুগিবাড়ী গ্রামের আজিজুল হক (২৫) ও তার ছয় বছরের মেয়ে তাসফিয়া খাতুন।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, (তদন্ত) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে বাবা-মেয়ে রাজশাহী থেকে গ্রামের বাড়ি নিয়ামতপুরের জুগিবাড়ীতে সিএনজি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এসময় মান্দা উপজেলার ঘাটপুর মধ্যপাড়া নামক স্থানে আসলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টর ওই সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। পরে পরিবারের কাছে বাবা-মেয়ের মরদেহ হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget