মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের নাভারন হাইওয়ে পুলিশ যশোর - বেনাপোল মহাসড়কের কলাগাছি থেকে ভারতীয় উন্নতমানের ৭৮ পিছ শাড়ী সহ দুইজন চোরাচালানি ১ জন গাড়ির ড্রাইভার সহ একটি পিকআপ আটক করেছে ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার সময় এ পন্য ও চোরাচালনী সহ পিআপ আটক হয়।
আটককৃতরা হলো ঃ যশোরের ওভায়নগর থানার বনগাও গ্রামের মাসুদুর রহমানের ছেলে মাহফুজ আলম (৩২) একই গ্রামের মোতাহার মোল্যার ছেলে উজ্জল হোসেন বিপ্লব (২৮) ও বুইকরা গ্রামের আমিরুলের ছেলে রিয়াদ মাহমুদ (৩২)।
চোরাচালানি মাহফুজ বলেন, আমরা বিজিবির সোর্স । গতকাল বিজিবিকে চোরাচালানি পন্যর ব্যাপারে তথ্য দিলে বিজিবি সেই পন্য আটক করে আমাদের শাড়ী গুলি দেয়।
নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে সকালে পিকআপটি থামলে তার ভিতর ২ বস্তা ভারতীয় শাড়ী পাওয়া যায়। শাড়ী সহ পিকআপটি আটক করে থানায় এনে গুনলে ৭৮ পিছ শাড়ী পাওয়া যায়।
আটককৃতদের চোরাচালানি মামলা দিয়ে জেল হাজতে পাঠানা হবে বলে তিনি জানান।
বিজিবি উক্ত শাড়িগুলো দিয়েছে কিনা জানতে চাইলে বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার মনির হোসেন বলেন আমরা কোন শাড়ী কাউকে দেই নাই। যা ধরেছি তা আমরা জমা করেছি। তিনি আরো বলেন ওরা এক সময় সোর্সের কাজ করত এখন করে না। ওরা এখন চোরাচালানি ব্যবসা করে।
একটি মন্তব্য পোস্ট করুন