নওগাঁ প্রতিনিধি:“সৃজনে উন্নয়ন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় দু’দিনব্যপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে পিটিআই চত্বওে গত শুক্রবার বিকাল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসবের অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রমুখ।
দু’দিনব্যপী এই উৎসবে সাংগঠনিকভাবে জেলা শিল্পকলা একাডেমীসহ কমপক্ষে ১৫টি সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে বেশ কয়েকজন শিল্পীবৃন্দ অংশগ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন