তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির ছোট ঝাকইড় গ্রামের মাদরাসার নির্মান কাজ নিয়ে বিরোধে আব্দুল হান্নান নামের এক গৃহনির্মান মিস্ত্রীর মাথাসহ বিভিন্ন স্থানে হাতুরি পেটায় মারাত্মক আহত অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি হয়েছে। আহত গৃহনির্মান মিস্ত্রী উপজেলার ছোট ঝাকইড় গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় ইউসুফ আলী ও গোপাল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত আব্দুল হান্নানের ভাই আব্দুল মান্নান জানায়, গ্রামের একটি মাদরাসা নির্মাান কাজ করার জন্য তার ভাই হান্নান চুক্তিতে নিয়ে কাজ শুরু করে। এরমধ্যে নির্মান মিস্ত্রী হান্নানের স্ত্রী অসুস্থ হলে তাকে একটি ক্লিনিকে চিকিৎসা নেয়ার জন্য কয়েক দিন কাজ বন্ধ রাখতে হয়। এ সুজুকে মাদরাসা কতৃপক্ষ কাজটি অপর একটি মিস্ত্রীকে দিয়ে করাতে শুরু করেন। মঙ্গলবার সকাল ৮টায় মাদরাসা মাঠে উক্ত বিষয় নিয়ে হান্নাকে একা পেয়ে বড় ঝাকইর ইউসুফ ও গোপাল কথাকাটার এক পর্যায়ে গৃহনির্মান মিস্ত্রী হান্নানের মাথায় হাতুরী দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে।
একটি মন্তব্য পোস্ট করুন