সরকারী প্রজ্ঞাপন মোতাবেক গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভাতাসহ অন্যান্য বিষয়ের দাবিতে নওগাঁয় স্মারকলিপি প্রদান

বাবুল আখতার রানা, নওগাঁ: সরকারী প্রজ্ঞাপন মোতাবেক গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত সুবিধাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা ভাতা, বাৎসরিক উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও বকেয়াসহ অন্যান্য বিষয়ের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।  মঙ্গলবার সকালে নওগাঁ শহরের কাজির মোড় এলাকায় অবস্থিত গ্রামীন ব্যাংকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন অবসরপ্রাপ্ত গ্রামীন ব্যাংক কল্যান সমিতি নওগাঁ শাখার সদস্যবৃন্দ। এ সময় গ্রামীন ব্যাংকের নওগাঁ জোনাল অফিসের জোনাল অডিট অফিসার আ.আ.ম. মসাদ্দারুল হক, অবসরপ্রাপ্ত গ্রামীন ব্যাংক কল্যান সমিতি নওগাঁ শাখার সভাপতি সেরাজুল ইসলাম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, এলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহন করেন গ্রামীন ব্যাংকের নওগাঁ জোনাল অফিসের জোনাল ম্যানেজার তরুন কান্তি সরকার।
তারা বলেন, আগামী ঈদ উল আযহার পূর্বেই গ্রামীন ব্যাংক কর্তৃক সরকারী প্রজ্ঞাপনের বাস্তবায়ন করতে হবে। সেই সাথে বকেয়্সহ সকল চিকিৎসা ভাতা, বাৎসরিক উৎসব বোনাস ও বৈশাখী ভাতা দেওয়ার ব্যবস্থা না হলে পরবর্তিতে সমগ্র দেশে কঠোর কর্মসূচী পালন করার আহবান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget