নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য অফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার বিকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, প্রভাষক রুহুল আমিন, মুজাহিদ খাঁন, আব্দুল মজিদ মল্লিক, সাবেদ আলী, আল-আমিন মিলন প্রমূখ। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গ্রহিত কর্মসূচিসহ উপজেলার মৎস্য সম্পর্কিত সকল তথ্য উপস্থাপন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন