মিয়ানমারের উত্তরাঞ্চলীয় অস্থিতিশীল কাচিন প্রদেশে এক ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, হপাকান্ত পান্না খনি এলাকায় শনিবার ওই ভূমিধসে আরও ৪৫ জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সি, আইউইটনেস নিউজের।
হপাকান্ত শহরের প্রশাসক কিয়া সয়ার অং বলেছেন, শ্রমিকরা পান্না খনিতে মূল্যবান খনিজ আহরণের সময় ভূমি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, লোন খিন এলাকায় ওই খনি থেকে ১৫টি মৃতদেহ ও ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। পরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অং বলেন, আমরা বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছি। তবে রোববার আবারও উদ্ধার অভিযান শুরু হবে। কেউ নিখোঁজ থাকলে তাদের খোঁজ দিতে স্থানীয়দের প্রতিও আহ্বান জানান অং।
তিনি বলেন, দুর্ঘটনার শিকার খনিশ্রমিকরা কোনও কোম্পানির হয়ে কাজ করছিল না।
হপাকান্তে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির সেক্রেটারি হান থার বলেছেন, আরও অনেক লোক খনির ভেতর আটকা পড়ে থাকতে পারে।
তিনি বলেন, খনির ভেতর সম্ভবত শতাধিক লোক ছিল। একটি পুকুরের ভেতর থাকা শ্রমিকদের ওপর ভূমি ধসে পড়লে তারা মাটিচাপা পড়েন।
পরিবেশবাদী গ্রুপগুলো জানাচ্ছে, ২০১৪ সালে প্রায় ৩১ বিলিয়ন ডলার সমমূল্যের পান্না উৎপাদন করে মিয়ানমার। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোর বেশির ভাগই চীনে চোরাচালান করা হয়েছে।
উল্লেখ্য, গেল মে মাসে একই এলাকায় এ ধরনের আরেকটি ঘটনায় কমপক্ষে ১৪ খনিশ্রমিক নিহত হয়। এর আগে ২০১৫ সালে হপাকান্তে আরেকটি খনি দুর্ঘটনা শতাধিক ব্যক্তি নিহত হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন