নওগাঁ প্রতিনিধিঃ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, নওগাঁর আয়োজনে জেলার শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শহরের হাট নওগাঁ স্কুল মাঠে শিক্ষার্থীদের নিয়ে চকলেট দৌড়, ও এসো রুমাল খুঁজি খেলা সহ বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার বিকেলে জেলা প্রশাসক নওগাঁর সম্মেলন কক্ষে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা হতে পাঠ অনুষ্ঠিত হয় ও নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মমিনুল ইসলাম ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন