রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি: “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধকিার” এই ¯েøাগাণ কে সামনে রেখে বর্ণাঢ্যশোভাযাত্রা ও আলোচলা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব¦ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। নওগাঁ সদর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় সার্কিট হাউজ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক ড. কুস্তরি আমিনা কুইনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজতানজিদা পারভিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক ডা: কামরুল আহসান টিপু, মা ও শিশু কল্যান কেন্দ্র নওগাঁর মেডিকেল অফিসার ডা: মাহফুজুল হকসহ জেলা প্রশাসন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্র্তা/কর্মচারীগণ।
একটি মন্তব্য পোস্ট করুন