আদমদীঘি (বগুড়া): আদমদীঘিতে ধানের বীজতলায় ঔষধ প্রয়োগে বিনষ্ট ঘটনায় মারপিটে গুরুত্তর আহত আব্দুর রাজ্জাক (৩২) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১০দিন পর গত সোমবার ভোর ৪টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার বনতইর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির বনতইর গ্রামের আব্দুল হাকিম তার জমিতে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে। ওই বিষাক্ত ঔষধ পার্শ্বের আব্দুর রাজ্জাকের ধানের বীজতলায় পড়ে বীজ বিনষ্ঠ হয়। এ নিয়ে গত ২০ জুলাই সকাল ৮টায় আব্দুর রাজ্জাক তার জমির বীজ নষ্ট করায় আব্দুল হাকিমকে বিষয়টি বলতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল হাকিম ও তার ছেলে সুমন আব্দুর রাজ্জাককে বেদম মারপিক করলে সে গুরুত্বর আহত হয়। ওইদিন আহত আব্দুর রাজ্জাককে প্রথমে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১০দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে ১০দিন পর গত সোমবার ভোরে মারা যায়। ওসি ওয়াহেদুজ্জামান ঘটন নিশ্চিত করে জানান মামলা গ্রহন করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.