নওগাঁর নিয়ামতপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার বেলা ৪টায় নিয়ামতপুর থানা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক বজলুর রহমান নঈম।
নিয়ামতপুর কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে ও ওসি (তদন্ত) নাজমূল হকের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী ডিআইজি কার্যালয়ের এসআই সিপিও আয়নাল হক, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাদিরা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, এসআই মুকুল হোসেন, সরোয়ার হোসেন, চিত্তরঞ্জন, শরিফুল ইসলাম, আসাদ, অজয়, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমূল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নিয়ামতপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন মুক্ত রাখতে এক সুরে সুর মিলিয়ে অঙ্গীকার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget